Debina Bonnerjee: তীব্র ছোঁয়াচে রোগে আক্রান্ত অভিনেত্রী দেবিনা, জানুন উপসর্গ ও প্রতিকার, অবহেলায় প্রাণহানির আশঙ্কা

Last Updated:

Debina Bonnerjee: সব ধরনের সাবধানতা অবলম্বন করছেন তিনি। দুই সন্তানকে নিরাপদ রাখতে তিনি নিজে আইসোলেশনে থাকছেন

টাইপ বি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত দেবিনা বন্দ্যোপাধ্যায়
টাইপ বি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত দেবিনা বন্দ্যোপাধ্যায়
তীব্র ছোঁয়াচে টাইপ বি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত দেবিনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর জানিয়েছেন এই টেলিভিশন তারকা। সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন তাঁর মেডিক্যাল রিপোর্ট। ফ্লু ভাইরাস থেকে ছড়িয়ে পড়া ইনফ্লুয়েঞ্জা অত্যন্ত সংক্রামক। তাই সব ধরনের সাবধানতা অবলম্বন করছেন তিনি। দুই সন্তানকে নিরাপদ রাখতে তিনি নিজে আইসোলেশনে থাকছেন। প্রসঙ্গত ইনফ্লুয়েঞ্জা তিন রকমের হয়। এ, বি এবং সি। এর মধ্যে টাইপ এ এবং বি উপসর্গের দিক থেকে একইরকম। তবে টাইপ বি ইনফেলুয়েঞ্জা শুধুমাত্র মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। দেখে নিন টাইপ বি ইনফ্লুয়েঞ্জার উপসর্গ এবং সংক্রমণ থেকে সুস্থ থাকার উপায়।
টাইপ বি ইনফ্লুয়েঞ্জার উপসর্গ
সবথেকে সাধারণ উপসর্গ হল অত্যন্ত বেশি তাপমাত্রার জ্বর। এই ধরনের অসুখের ক্ষেত্রে সাধারণত টেম্পারেচার ১০০ ডিগ্রি ফারেনহাইটের নীচে নামেই না। জটিলতার দিকে এগোলে এই ধরনের রোগ থেকে প্রাণহানির আশঙ্কাও আসতে পারে। তবে প্রথম ধাপে ধরা পড়লে এবং যথাযথ পরিচর্যা হলেএই রোগ থেকে সহজেই মুক্তি মেলে। জেনে নিন এই অসুখের অন্যান্য উপসর্গ।
advertisement
advertisement
* ক্লান্তি
* জ্বর
* সর্দিকাশি
* গলাব্যথা
* দুর্বলতা
* গাঁটে গাঁটে ব্যথা
* পেটে যন্ত্রণা
অবহেলা বা শুশ্রূষা শুরু হতে দেরি হলে আরও জটিলতা দেখা দিতে পারে-
advertisement
* সেপসিস
* ব্রঙ্কাইটিস
* নিউমোনিয়া
* কিডনি ফেলিওর
* শ্বাসকষ্ট
* মায়োকার্ডাইটিস বা হার্ট ইনফ্লেম্যাশন
ইনফ্লুয়েঞ্জা থেকে রেহাই পাওয়ার প্রধান ও গুরুত্বপূর্ণ উপায় হল টিকা নেওয়া। আমেরিকার দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে গুরুত্ব দেওয়া হয়েছে টিকাকরণের উপরই। এ ছাড়াও আরও কিছু উপায় আছে, যা মনে রাখতে হবে-
advertisement
* সব সময় হাত পরিষ্কার রাখুন
*আক্রান্ত ব্যক্তির কাছে যাবেন না
*ভিড়ে গেলে নাক ও মুখ ঢেকে রাখুন
*উপসর্গ দেখা দিলে বাড়িতে থাকুন আইসোলেশনে
*নিজের চারপাশ নিয়মিত জীবাণুমুক্ত রাখুন
*ঘন ঘন চোখে ও নাকে হাত দেবেন না
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Debina Bonnerjee: তীব্র ছোঁয়াচে রোগে আক্রান্ত অভিনেত্রী দেবিনা, জানুন উপসর্গ ও প্রতিকার, অবহেলায় প্রাণহানির আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement