রান্নাঘর বা হেঁসেল বাড়ির গুরুত্বপূর্ণ অংশ। শুধু পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্যই নয়। জ্যোতিষশাস্ত্র বা বাস্তু মতে পরিবারের কল্যাণও জড়িয়ে আছে রসুইঘরের সঙ্গে। বাস্তু মতে রান্নাঘরের ক্ষেত্রে কিছু টিপস বা পরামর্শ মেনে চললে আপনার সংসারের মঙ্গল কেউ আটকাতে পারবে না।
2/ 8
সব সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে বা বসে রান্না করুন। তাহলে বাস্তুদোষ থেকে মুক্ত থাকবে আপনার সংসার ও গৃহকোণ।
3/ 8
রান্নাঘরে গ্যাস, স্টোভ বা উনুন কোনওসময়ে উত্তরদিকে রাখবেন না।
4/ 8
রান্নাঘরে জলের কল বা জলাধার উত্তর পূর্ব দিকে থাকলে ভাল। তবে দেওয়ালের একদম কোণে জলের কল না থাকাই ভাল।
5/ 8
কিচেনে যদি স্ল্যাব থাকে, তাহলে সেটা হাল্কা রঙের করুন সব সময়।
6/ 8
রান্নাঘর কোনও সময় অপরিষ্কার রাখবেন না। রান্নার পর গ্যাসের আভেন খুব ভাল করে পরিষ্কার করুন।
7/ 8
অনেকেই রান্নাঘরের সিঙ্ক বা ওয়াশ বেসিনের নীচে ঝাঁটা ও ঘর পরিষ্কারের অন্যান্য জিনিস রাখেন। সেটা না করাই বাঞ্ছনীয়। বলা হয়, রান্নাঘরে ঝাঁটা থাকলে তা সংসারের পক্ষে অমঙ্গল বয়ে আনে।
8/ 8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Vastu Tips for Your Kitchen: রান্নাঘরে মেনে চলুন এই বাস্তু টিপস, সংসারের ধারেকাছে আসবে না অমঙ্গল ও অশুভ শক্তি
রান্নাঘর বা হেঁসেল বাড়ির গুরুত্বপূর্ণ অংশ। শুধু পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্যই নয়। জ্যোতিষশাস্ত্র বা বাস্তু মতে পরিবারের কল্যাণও জড়িয়ে আছে রসুইঘরের সঙ্গে। বাস্তু মতে রান্নাঘরের ক্ষেত্রে কিছু টিপস বা পরামর্শ মেনে চললে আপনার সংসারের মঙ্গল কেউ আটকাতে পারবে না।
Vastu Tips for Your Kitchen: রান্নাঘরে মেনে চলুন এই বাস্তু টিপস, সংসারের ধারেকাছে আসবে না অমঙ্গল ও অশুভ শক্তি
অনেকেই রান্নাঘরের সিঙ্ক বা ওয়াশ বেসিনের নীচে ঝাঁটা ও ঘর পরিষ্কারের অন্যান্য জিনিস রাখেন। সেটা না করাই বাঞ্ছনীয়। বলা হয়, রান্নাঘরে ঝাঁটা থাকলে তা সংসারের পক্ষে অমঙ্গল বয়ে আনে।