Gay Couple: দীর্ঘ প্রেমের পর সারোগেসিতে পিতৃত্ব, সন্তানদের এক বছরের জন্মদিনে বিয়ে করেন সমকামী জুটি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gay Couple: তাঁদের একত্র জীবন পাল্টে যায় ছেলে এবং মেয়ের অভিভাবক হওয়ার পর
ময়ঙ্ক আগরওয়াল এবং সৌগত বসুর জীবন পাল্টে যায় একটি ডেটিং অ্যাপের দৌলতে। তাঁদের প্রথম আলাপ ২০১০ সালে। সে সময় ভারতীয় সমাজে সমকামিতা বা সমকামী শব্দ ছিল নিষিদ্ধ পরিচয়ের আড়ালে। দুজনের আলাপ শুরু হয় বন্ধুত্বের মাধ্যমে। তবে তাঁদের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হতে বেশি সময় লাগেনি। আলাপের এক দশক পর আজ তাঁরা ছেলে ও মেয়ের গর্বিত অভিভাবক। সৌগতর চরিত্রের কোন দিকটা ভাল লেগেছে, সেই প্রশ্নের উত্তরে ময়ঙ্ক জানিয়েছেন তাঁরা দুজনেই ছোট শহরের বাসিন্দা ছিলেন। দুজনেরই কেরিয়ার তৈরির ইচ্ছে আছে। আবার পরিবারের সঙ্গে ভালবেসে থাকতেও পছন্দ করেন।
বন্ধুত্ব ক্রমশ গাঢ় হতেই শুরু হয় একসঙ্গে রান্না করা, পার্টিতে হৈ চৈ থেকে শুরু করে দোকানবাজার করা। দুজনেরই মনে হতে থাকে তাঁদের বন্ধুত্ব রূপ নিয়েছে অন্য কিছুতে। শেষ পর্যন্ত প্রোপোজ করেন সৌগতই। পাঁচ বছর প্রেম পর্বের পর দুজনেই সম্পর্কের বিষয়ে জানান নিজেদের বাড়িতে। তাঁদের অভিভাবকরা মেনে নিতে পারেননি। তবে দুজনেই পাশে পেয়েছিলেন নিজের বোনকে। এক বছর অপেক্ষার পর অবশেষে পান অভিভাবকদের সম্মতি।
advertisement
advertisement
advertisement
তাঁদের একত্র জীবন পাল্টে যায় ছেলে এবং মেয়ের অভিভাবক হওয়ার পর। ২০২০ সালে তাঁরা সারোগেসির সিদ্ধান্ত নেন। পরের বছর স্বাদ পান পিতৃত্বের। ময়ঙ্ক জানান "২০২১ সালে আমরা ছেলে ও মেয়ের পিতৃত্ব লাভ করি। সত্যি কথা বলে কী, পিতৃত্বের স্বাদ আমাদের আমূল পাল্টে দিয়েছে। সন্তানদের দোলনায় দোল দেওয়া থেকে শুরু করে গান গেয়ে ঘুম পাড়ানো-আমাদের জীবন জুড়ে আছে শুধুই ওরা। ওদের প্রথম বলা কথা থেকে প্রথম হাঁটতে শেখা-সব আমাদের কাছে খুব স্পেশাল। সন্তানদের প্রথম জন্মদিনেই আমরা বিয়ে করি। আমাদের একসঙ্গে পথ চলা উদযাপন করার এর থেকে ভাল দিন আর ছিল না।"
advertisement
আরও পড়ুন : সন্তান ৮ জন, ৮৭ বছর বয়সে জীবনে প্রথম বার লেখাপড়া শিখলেন ১৩ নাতিনাতনির এই ঠাকুমা
এখন বাবা মায়েদের সঙ্গে একই বাড়িতে থাকেন ময়ঙ্ক ও সৌগত। তাঁদের সন্তানদের দেখভালে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দুই বাবার তরফে ঠাকুরদা ঠাকুমারই। সব বাধা বিঘ্ন পেরিয়ে তাঁদের ভালবাসা এভাবে পূর্ণতা পাওয়ায় খুশি উজান স্রোতে পাড়ি দেওয়া ময়ঙ্ক ও সৌগত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 12:47 PM IST