Dating a married man : বিবাহিত পুরুষের প্রেমে পড়লে পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক

Last Updated:

Dating a married man : প্রথমে দুষ্টু মিষ্টি প্রেমের ছোঁয়ায় যে সম্পর্ক শুরু হয়, তার পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে দাঁড়ায় যন্ত্রণাদায়ক৷ সম্পর্কে লেগে যায় ডিভোর্স এবং হৃদয়ভঙ্গের যন্ত্রণা৷

বিবাহিত পুরুষের প্রেমে পড়া (Dating a married man) বেশিরভাগ সময়েই মেয়েদের জন্য বিশেষ সুখকর অভিজ্ঞতা হয় না৷ প্রথমে দুষ্টু মিষ্টি প্রেমের ছোঁয়ায় যে সম্পর্ক শুরু হয়, তার পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে দাঁড়ায় যন্ত্রণাদায়ক৷ সম্পর্কে লেগে যায় ডিভোর্স এবং হৃদয়ভঙ্গের যন্ত্রণা৷ আপনার বিবাহিত প্রেমিক হয়তো আপনার জন্য স্ত্রীকে ডিভোর্স করলেন (relationship)৷ কিন্তু তিক্ততা ও অবিশ্বাস ছায়া ফেলতে পারে আপনাদের সম্পর্কেও (Dating a married man might have painful consequence )৷
আরও পড়ুন : ভালবাসার প্রকাশই শুধু নয়! সুস্থতায় আলিঙ্গনের উপকারিতাও অঢেল
প্রথমেই ভাবুন, আপনার বিবাহিত প্রেমিক তাঁর স্ত্রীর সঙ্গে প্রতারণা করছেন৷ এই অসততার সঙ্গেই বিবাহিত পুরুষকে ভালবাসার আরও কিছু অসুবিধেজনক দিক আছে
বিবাহিত প্রেমিকের কাছে আপনি সব সময়ই সেকেন্ডারি৷ অন্তত সামাজিক আচরণে তো বটেই৷ তিনি বলতেই পারেন সারা জীবন আপনার পাশে থাকবেন এবং আপনিই তাঁর প্রকৃত প্রেম ও জীবন৷ কিন্তু এই সব অতিরঞ্জন বাদ দিয়ে তাঁর আচরণকে আপনি গুরুত্ব দিন৷
advertisement
advertisement
আরও পড়ুন : কয়েক বসন্ত পেরিয়ে গেলেও পুরনো দাম্পত্যকে সতেজ রাখুন
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি হয়ে উঠবেন গুঞ্জনের মধ্যমণি৷ সামনে এবং আপনার পিছনে লোকের ক্ষুরধার জিভ আপনি বন্ধ করতে পারবেন না৷
জীবনের মূল্যবান মুহূর্তগুলি তিনি রেখে দেবেন তাঁর স্ত্রী এবং পরিবারের জন্যই৷ আপনার জন্য হয়তো বরাদ্দ হবে কিছু মেসেজ বা ভার্চুয়াল সাহচর্য৷
advertisement
আরও পড়ুন : টিভি দেখতে দেখতে রাতের খাবার খান? জানেন নিজের কী ক্ষতি করছেন!
বিবাহিত পুরুষের প্রেমে পড়লে সেই সম্পর্ক আপনাকে প্রতিনিয়ত গোপন করে রাখতে হবে৷ সেই গোপনীয়তা পালন করতে গিয়ে আশ্রয় নিতে হবে অনর্গল মিথ্যার৷ এরকম পরিস্থিতিতে হয়তো আপনার মনে হবে, কোনও গর্হিত সম্পর্কে জড়িয়ে পড়েছেন আপনি৷ দু’জনের আবেগে কোনও ফাঁক না থাকলেও কোনও না কোনও সময়ে আপনার মনে পাপবোধ দানা বাঁধতে বাধ্য৷ পরবর্তীতে এর থেকে তৈরি হতে পারে দমবন্ধ করা কোনও পরিবেশ৷
advertisement
প্রেমিকের সংসার ভেঙেছেন—এই চিন্তাও আপনাকে কুরে কুরে খেতে পারে৷ ফলে প্রেমের পথে কাঁটার খোঁচা থেকেই যাবে৷ অনেক বার ভেবে তবেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমজ সম্পর্কের দিকে এগোবেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dating a married man : বিবাহিত পুরুষের প্রেমে পড়লে পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement