দাম্পত্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এগিয়ে যায় টানাপড়েন এবং ওঠানামার মধ্যে দিয়ে৷ একসঙ্গে দীর্ঘ সময় কাটানোর পর দু’জনের মধ্যে যত্ন ও ভালবাসার বন্ধন তৈরি হয়৷ নিজেদের এবং দাম্পত্যের, দু’টি ক্ষেত্রেই যত বসন্ত পাড়ি দেওয়া হোক না কেন, সম্পর্ককে রাখাই যায় চিরনতুন ও চিরসবুজ (Tips to keep your relationship young forever )৷