হোম /খবর /লাইফস্টাইল /
পরিচিত এই অভ্যাসগুলি আদতে চুলের জন্য ক্ষতিকর, অজান্তে হিতে বিপরীত করছেন না তো?

Common Hair Care Mistake : পরিচিত এই অভ্যাসগুলি আদতে চুলের জন্য ক্ষতিকর, অজান্তে হিতে বিপরীত করছেন না তো?

ফাইল ছবি

ফাইল ছবি

চুলের স্বাস্থ্যের জন্য আমরা দৈনিক যে নিয়ম মেনে চলি, তার মধ্যে কিছু ভুল পদ্ধতিও (Common Hair Care Mistake) আছে ৷

  • Last Updated :
  • Share this:

চুল নিয়ে সমস্যায় আমরা সকলেই কমবেশি নাজেহাল ৷ চুলের স্বাস্থ্যের জন্য আমরা দৈনিক যে নিয়ম মেনে চলি, তার মধ্যে কিছু ভুল পদ্ধতিও (Common Hair Care Mistake) আছে ৷ সে সব কিন্তু চুলের জন্য ক্ষতিকর ৷ ফলে সেগুলোর জন্য হিতে বিপরীত হয় ৷

শ্যাম্পু সরাসরি স্ক্যাল্পে

একদমই দেবেন না ৷ অধিকাংশ মানুষ এই ভুল করেন ৷ হাতের শ্যাম্পু সরাসরি স্ক্যাল্পে দেওয়ার অর্থ চুলের প্রচুর ক্ষতি করা ৷ ঘন শ্যাম্পুর প্রভাবে চুল নির্জীব হয়ে যায়৷ চুল পড়ার কারণও জড়িয়ে থাকে এর সঙ্গে ৷ প্রথমে যতটা শ্যাম্পু আপনার প্রয়োজন, নিয়ে একটা মগে জলের সঙ্গে মেশান ৷ তার পর সেই পাতলা মিশ্রণ দিয়ে ধীরে ধীরে শ্যাম্পু করুন ৷ এর ফলে মিশ্রণটি সমানভাবে মাথায় ছড়িয়ে পড়বে ৷ শ্যাম্পুর ক্ষার চুলের অত ক্ষতিও করতে পারবে না ৷

ভিজে চুলে চিরুনি

ছোঁয়াবেন না ৷ আমরা অনেকেই এই ভুল করে থাকি ৷ কারণ ভিজে চুলের জট ছাড়ানো বা আঁচড়ানো সহজ ৷ কিন্তু এর ফলে চুলের গোড়া আলগা হয়ে তা ছিঁড়ে যায় ৷ তাই চুল শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ৷ চুল শুকিয়ে গেলে তবেই আঁচড়াতে শুরু করুন ৷ প্রথমে চুলের নীচের অংশের জট ছাঁড়ান ৷ তার পর ধীরে ধীরে উপরের অংশের চুল জটমুক্ত করুন ৷

ভিজে চুলে তোয়ালে

দিয়ে জড়িয়ে রাখবেন না একদমই ৷ আমরা অনেকেই স্নানের পর তোয়ালে দিয়ে চুল ঘিরে রাখি ৷ অনেকটা পাগড়ির মতো ৷ তার পর ওই তোয়ালে দিয়েই ঝেড়ে ঝেড়ে চুল শুকিয়ে নিই ৷ এতে চুলের খুব ক্ষতি হয় ৷ তোয়ালের বদলে ব্যবহার করুন নরম গামছা ৷ নিতে পারেন সিল্ক বা রেশমের কাপড়ও ৷ গামছা বা সিল্কের কাপড় দিয়ে ভিজে চুল জড়িয়ে রাখুন ৷ কিন্তু মাত্র ১৫ মিনিটের জন্য ৷ তার পর আবরণ খুলে চুল শুকিয়ে নিন ৷ তবে স্বাভাবিক উপায়ে ৷ খুব প্রয়োজন না হলে হেয়ার ড্রায়ার নৈব নৈব চ ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Common haircare mistakes, Hair Care