চুল নিয়ে সমস্যায় আমরা সকলেই কমবেশি নাজেহাল ৷ চুলের স্বাস্থ্যের জন্য আমরা দৈনিক যে নিয়ম মেনে চলি, তার মধ্যে কিছু ভুল পদ্ধতিও (Common Hair Care Mistake) আছে ৷ সে সব কিন্তু চুলের জন্য ক্ষতিকর ৷ ফলে সেগুলোর জন্য হিতে বিপরীত হয় ৷
শ্যাম্পু সরাসরি স্ক্যাল্পে
একদমই দেবেন না ৷ অধিকাংশ মানুষ এই ভুল করেন ৷ হাতের শ্যাম্পু সরাসরি স্ক্যাল্পে দেওয়ার অর্থ চুলের প্রচুর ক্ষতি করা ৷ ঘন শ্যাম্পুর প্রভাবে চুল নির্জীব হয়ে যায়৷ চুল পড়ার কারণও জড়িয়ে থাকে এর সঙ্গে ৷ প্রথমে যতটা শ্যাম্পু আপনার প্রয়োজন, নিয়ে একটা মগে জলের সঙ্গে মেশান ৷ তার পর সেই পাতলা মিশ্রণ দিয়ে ধীরে ধীরে শ্যাম্পু করুন ৷ এর ফলে মিশ্রণটি সমানভাবে মাথায় ছড়িয়ে পড়বে ৷ শ্যাম্পুর ক্ষার চুলের অত ক্ষতিও করতে পারবে না ৷
ভিজে চুলে চিরুনি
ছোঁয়াবেন না ৷ আমরা অনেকেই এই ভুল করে থাকি ৷ কারণ ভিজে চুলের জট ছাড়ানো বা আঁচড়ানো সহজ ৷ কিন্তু এর ফলে চুলের গোড়া আলগা হয়ে তা ছিঁড়ে যায় ৷ তাই চুল শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ৷ চুল শুকিয়ে গেলে তবেই আঁচড়াতে শুরু করুন ৷ প্রথমে চুলের নীচের অংশের জট ছাঁড়ান ৷ তার পর ধীরে ধীরে উপরের অংশের চুল জটমুক্ত করুন ৷
ভিজে চুলে তোয়ালে
দিয়ে জড়িয়ে রাখবেন না একদমই ৷ আমরা অনেকেই স্নানের পর তোয়ালে দিয়ে চুল ঘিরে রাখি ৷ অনেকটা পাগড়ির মতো ৷ তার পর ওই তোয়ালে দিয়েই ঝেড়ে ঝেড়ে চুল শুকিয়ে নিই ৷ এতে চুলের খুব ক্ষতি হয় ৷ তোয়ালের বদলে ব্যবহার করুন নরম গামছা ৷ নিতে পারেন সিল্ক বা রেশমের কাপড়ও ৷ গামছা বা সিল্কের কাপড় দিয়ে ভিজে চুল জড়িয়ে রাখুন ৷ কিন্তু মাত্র ১৫ মিনিটের জন্য ৷ তার পর আবরণ খুলে চুল শুকিয়ে নিন ৷ তবে স্বাভাবিক উপায়ে ৷ খুব প্রয়োজন না হলে হেয়ার ড্রায়ার নৈব নৈব চ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।