Health Tips: শরীর ঝাঁঝরা? ধূমপান ছাড়তে পারছেন না? যোগব্যায়াম-ধ্যানেই কি রয়েছে মুশকিল আসান, শুরু হল গবেষণা
- Published by:Riya Das
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Health Tips: ধূমপান এক দিকে যদি লাইফস্টাইল হয়, তাহলে অন্য দিকে লাইফস্টাইল চেঞ্জেরই সাহায্য নিয়ে তা ছাড়ানোর প্রচেষ্টাও শুরু হল।
কঠিন কাজ, সবাই পারেন না! অন্য যে কোনও নেশার জিনিস ছাড়ার চেয়ে ধূমপান ত্যাগ করা তুলনামূলক ভাবে যে কঠিন। সময় কাটতে চায় না, একটা শূন্যতার অনুভব হয়। সেই সঙ্গে জিভে ভেসে বেড়ায় একটা স্বাদের অনুপস্থিতি। আর ওই পথে না যাওয়ার সঙ্কল্প রক্ষা করা তখন আলগা হয়ে পড়ে!
তবে, ধূমপান এক দিকে যদি লাইফস্টাইল হয়, তাহলে অন্য দিকে লাইফস্টাইল চেঞ্জেরই সাহায্য নিয়ে তা ছাড়ানোর প্রচেষ্টাও শুরু হল। যোগব্যায়াম এবং ধ্যান ধূমপান ত্যাগে সাহায্য করতে পারে কি না তা নিয়ে এখন গবেষণা চলছে। অটল মেডিক্যাল রিসার্চ ইউনিভার্সিটি এবং পাপ্রোলা আয়ুর্বেদ কলেজ নিকোটিন আসক্তি কাটিয়ে উঠতে সাহায্য করার ক্ষেত্রে যোগব্যায়াম এবং ধ্যানের সম্ভাবনা অনুসন্ধানের জন্য একটি গবেষণা শুরু করেছে।
advertisement
আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
অটল মেডিকেল রিসার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সুরেন্দ্র কাশ্যপ উল্লেখ করেছেন যে ধূমপানের চিকিৎসার জন্য অনেক কার্যকর ওষুধ তৈরি করা হলেও পুনরায় ধূমপানের ঘটনা অব্যাহত রয়েছে।
advertisement
আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট
ব্যক্তিদের আসক্তি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য যোগব্যায়াম এবং ধ্যানকে সম্পূরক পদ্ধতি হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে। এই নতুন গবেষণা প্রকল্পের লক্ষ্য এখন এই দাবির সমর্থনে প্রমাণ সরবরাহ করা, যার প্রাথমিক ফলাফল আগামী ছয় মাসের মধ্যে এসে যাবে আশা করা হচ্ছে।
advertisement
এই গবেষণায় দুটি দল জড়িত: এক দল শুধুমাত্র ওষুধ গ্রহণ করছে এবং অন্য দল যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলনের সঙ্গে সঙ্গে ওষুধও খাচ্ছে। এই পদ্ধতিটি ধূমপান ত্যাগে যোগব্যায়াম এবং ধ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়েছে। ডা. কাশ্যপ জোর দিয়ে বলেছেন যে যদি গবেষণাটি ইতিবাচক ফলাফল দেয়, তবে এটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারে।
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে প্রতি বছর প্রায় ৮০ লক্ষ মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়। ভারতে প্রায় ২৬ কোটি মানুষ তামাক বা ধূমপানের আসক্তিতে ভুগছে। ধূমপান ত্যাগ করার বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও অনেক ব্যক্তি অল্প সময়ের মধ্যেই পুনরায় আসক্ত হয়ে পড়েন।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে যোগব্যায়াম এবং ধ্যান শরীরে অক্সিজেনের মাত্রা উন্নত করতে, মানসিক চাপ কমাতে এবং আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করতে পারে, যার ফলে ধীরে ধীরে ধূমপানের আকাঙ্ক্ষা কমে যেতে পারে। গবেষকরা আশাবাদী যে এই গবেষণার ইতিবাচক ফলাফল ভবিষ্যতে ধূমপানের আসক্তির জন্য একটি বৈজ্ঞানিকভাবে বৈধ এবং প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতির পথ প্রশস্ত করতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 5:14 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: শরীর ঝাঁঝরা? ধূমপান ছাড়তে পারছেন না? যোগব্যায়াম-ধ্যানেই কি রয়েছে মুশকিল আসান, শুরু হল গবেষণা