Bougainvillea Gardening Tips: ছোট্ট কয়েকটা 'ছুমন্তর'...! বাগান ভরবে বোগেনভিলিয়া! সিক্রেট বলে দিলেন উদ্যানপ্রেমী

Last Updated:

Bougainvillea Gardening Tips: বোগেনভেলিয়া বা বাগান বাহার! আবার অনেকেই এটিকে কাগজ ফুল বলেন! নাম যাই হোক এ ফুলের সৌন্দর্য যে অপরূপ তা মানতেই হবে। উজ্জ্বল গোলাপি, কমলা, বাসন্তী সাদা-সহ নানা রঙের হয় এই ফুল।

+
বাগান

বাগান ভরবে বোগেনভিলিয়া

বসিরহাট: বোগেনভেলিয়া বা বাগান বাহার! আবার অনেকেই এটিকে কাগজ ফুল বলেন! নাম যাই হোক এ ফুলের সৌন্দর্য যে অপরূপ তা মানতেই হবে। উজ্জ্বল গোলাপি, কমলা, বাসন্তী সাদা-সহ নানা রঙের হয় এই ফুল। গন্ধহীন হলেও রূপে মুগ্ধ করে এই ফুলগাছ। এই ফুলের পাপড়ি খুব পাতলা, ঠিক যেন কাগজের মতো। তাই এর নাম কাগজফুল। এই গাছ বাড়ি কিংবা বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে অন্যতম। কষ্ট সহিষ্ণু এই গাছে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। যদিও টবে এই গাছ লাগালে তাহলে একটু যত্নের প্রয়োজন হয়।
বোগেনভিলিয়ায় জন্য প্রথমে ভাল করে মাটি প্রস্তুত করে নিতে হবে। বাগানের যেকোনও মাটি, তার সঙ্গে বালি মাটি ও জৈব সার ভালভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করুন। এই গাছে খাবারের খুব প্রয়োজন হয় সেজন্য এই মাটির সঙ্গে এক চামচ পটাশ ব্যবহার করতে পারেন। তবে এই গাছ কী ভাবে পরিচর্যা করতে হয় বিস্তারিত জানালেন বসিরহাটের বিবিপুরের গোল্ডেন নার্সারির উদ্যোক্তা নুরুদ্দিন।
advertisement
advertisement
টবে গাছ করার ক্ষেত্রে একটি মাঝামাঝি আকারের টব বাছাই করতে হবে। এই গাছ বেশ কষ্টসহিষ্ণু গাছ। নার্সারি থেকে নানান রঙের “ফুলের চারা কিনে এনে মাটির মধ্যে লাগিয়ে দেবেন। প্রথমে খানিকটা জল দিয়ে দেবেন। তবে খেয়াল রাখতে হবে এই গাছ জল বেশি পছন্দ করে না তাই যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ জল দেবেন না। জৈব সার হিসেবে দিতে পারেন সরষের খোলা, পচা গোবর সার, পাতা পচা সার, কিংবা রান্না ঘরের বর্জ্য পদার্থ পচানো সার ব্যবহার করতে পারেন।
advertisement
বোগেনভেলিয়া রোদ পছন্দ করে। সেজন্য কড়া রোদের মধ্যে এই গাছ রেখে দেবেন। এইটুকু যত্ন করলেই আপনি সারা গ্রীষ্মকালের পাশাপাশি শীতের সময়ও এই ফুল গাছে ভর্তি ফুল দেখতে পাবেন। যেহেতু এই গাছ বেশি জল পছন্দ করে না সেজন্য বর্ষাকালে ফুল কিছুটা কম পেতে পারেন। তবে মন খারাপ করবেন না। শীতকালে, গ্রীষ্মকালে যখন গাছভর্তি ফুল হবে তখন এমনিতেই আপনার মন আনন্দে ভরে উঠবে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bougainvillea Gardening Tips: ছোট্ট কয়েকটা 'ছুমন্তর'...! বাগান ভরবে বোগেনভিলিয়া! সিক্রেট বলে দিলেন উদ্যানপ্রেমী
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement