Black Mango: ল্যাংড়া ফজলি ভুলে যান...! এবার এসেছে 'কালো আম'! আমের মরশুমে 'ব্র্যান্ড নিউ' চমক

Last Updated:

Black Mango: কালো রঙের এই আম দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি সুস্বাদু! বাড়িতে বাগানবাড়ি সাজানোর জন্য থাইল্যান্ডের এই কালো আমের চারা কিনতে সাধারণ মানুষের ভিড়

+
থাইল্যান্ডের

থাইল্যান্ডের কালো আম "কস্তুরী"

শিলিগুড়ি : থাইল্যান্ডের কালো আম এবার শিলিগুড়ির ফুল মেলায়। বিভিন্ন সময় বিভিন্ন আমের কথা তো প্রত্যেকেই আমরা শুনে থাকি কিন্তু এই কালো আম আসলে কী? তা জানতেই এবার প্রত্যেকেই ছুটে যাচ্ছেন শিলিগুড়ির ফুল মেলায়।
শিলিগুড়ির ফুল মেলায় এই প্রথম একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের কালো আমের চারা। দেখতে অবিকল সাধারণ আম গাছের মতোই। কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে এ আমের বিশেষত্ব। মূলত এই আম  বাইরে থেকে কালো রঙের হয়ে থাকে। এছাড়াও গাছের পাতাতেও রয়েছে চমক। অন্যান্য আম গাছের থেকে এগাছের পাতা একটু আলাদা রকমের হয়ে থাকে যার পাতায় কিছুটা কালো এবং সবুজ রঙের মিশ্রনের দেখা মেলে।
advertisement
advertisement
জানা গিয়েছে, মূলত এই গাছ থাইল্যান্ডে হয়ে থাকে। তবে এখন এদেশেও বিভিন্ন জায়গায় এই গাছ দেখা মিলছে।  তবে বর্তমানে ব্যবসার জন্য নয় শুধুমাত্র সৌখিনতায় গাছপ্রেমীরা, তাদের বাড়িতে এই কালো আমের চারা লাগাতে পারে। এই প্রসঙ্গে নার্সারীর গাছ বিক্রেতা রানা কর্মকার জানান এই কালো আম থাইল্যান্ডে “কস্তুরী” নামে পরিচিত এবং এদেশেও এই আম এখন রপ্তানি হচ্ছে। তবে শহর শিলিগুড়িতে এই প্রথম তারাই এই আম গাছ এনেছে। গত কয়েক মাস আগেই থাইল্যান্ড থেকে বিশেষভাবে প্রায় ১০-১২টি  এই কালো আম গাছের চারা নিয়ে এসেছে তারা।
advertisement
বিশেষভাবে এই ফুল মেলার জন্যই এই গাছের চারা গুলি আনা হয়েছে বলে জানান সেই বিক্রেতা এবং মেলা শুরু হতে হতেই প্রায় চার থেকে পাঁচটি কালো আমের গাছের চারা বিক্রিও হয়ে গিয়েছে। কেননা এর আগে এই গাছের চারা ফুল মেলায় কোনদিন পাওয়া যায়নি।  যে কারণে বিশেষভাবে গাছপ্রেমীদের কাছে নজর কারছে এই কালো আম। পাশাপাশি বিক্রেতা জানান এই কালো আম দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে। এবং দামের দিক থেকেও সাধ্যের মধ্যেই রয়েছে এই কালো আম।
advertisement
সাধারণ মানুষ সব সময় নতুন কিছু চেয়ে থাকে সেই অর্থে শিলিগুড়ির ফুলমেলায় এই কালো আম সারা ফেলেছে সকলের মনে। নিত্য নতুন গাছের ভ্যারাইটি থাকলেও কোথাও যেন থাইল্যান্ডের এই কালো আম দেখে বেজায় খুশি গাছ-প্রেমীরা।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Black Mango: ল্যাংড়া ফজলি ভুলে যান...! এবার এসেছে 'কালো আম'! আমের মরশুমে 'ব্র্যান্ড নিউ' চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement