মাছের সবচেয়ে 'পুষ্টিকর' অংশ কোনটি জানেন...? 'নাম' শুনলেই চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fish: বাঙালি হোক বা অবাঙালি, মাছ খাওয়া যে স্বাস্থ্যের জন্য উপকার সে কথা সবাই জানেন। এমনকি বিশেষজ্ঞরাও বার বার মাছ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা জানি না মাছের কোন অংশ কাদের জন্য উপকার বা কোন অংশ খেলে বেশি পুষ্টি পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অ্যাকাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ানের ডাঃ জার্লিন জোন্স বলেন যে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হল অসম্পৃক্ত চর্বি। মাছের এই বিশেষ অংশগুলিতে আইকোসাপেন্টাইনয়িক অ্যাসিড এবং ডোকোসাহেক্সাইনয়িক অ্যাসিডও পাওয়া যায়। এটি সারা শরীরে প্রদাহ কমায়। এই কারণেই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। গবেষণায় বলা হয়েছে যে, সপ্তাহে দু'দিনও যদি মাছ খাওয়া হয়, তাহলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মাছের আঁশ: মাছ ধোওয়ার পর পরিষ্কার করার সময় প্রথমেই আমরা আঁশগুলি সরিয়ে ফেলা হয়। কিন্তু জানেন কি এতে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, কোলিন, লেসিথিন ইত্যাদি উপাদান রয়েছে। লেসিথিন স্মৃতিশক্তি উন্নত করতে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে। ফ্যাটি অ্যাসিড রক্তের চর্বি এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
advertisement
আপনি হয়ত ভাবছেন মাছের আঁশ কীভাবে খাবেন। The BustedNews ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, করতে পারেন এই ছোট্ট প্রক্রিয়া। এই পদ্ধতিতে একটি পাত্রে প্রথমে জল নিন। ফুটিয়ে নিন, তাতে সামান্য ভিনিগার দিয়ে দিন, এবং মাছের আঁশগুলো দিয়ে ফুটিয়ে নিন। এই জলটি স্যুপের মতো না হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। এতে আপনার পছন্দের মশলা যোগ করুন এবং পান করুন।