Most ordered online food 2021: প্রতি মিনিটে ১১৫ বিরিয়ানির অর্ডার! বিদায়ী ২০২১-এ সবথেকে বেশি অনলাইনে কী খেতে চাইল ভারত

Last Updated:

Most ordered online food 2021:২০২১-এর জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি কেমন ছিল খাবার অর্ডারের ট্রেন্ড৷ সংস্থার কাছে আসা লক্ষ লক্ষ অর্ডার বিবেচনা করে তবেই প্রকাশ্যে এসেছে পরিসংখ্যান

বেঙ্গালুরু : বাইরে অতিমারি৷ কিন্তু ঘরে বসে সারা ভারত কী খেল? সে রিপোর্ট পেশ করেছে সুইগি (Swiggy)৷ অনলাইনে এই খাদ্য সরবরাহ সংস্থা (online food) জানিয়েছে ২০২১-এর জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি কেমন ছিল খাবার অর্ডারের ট্রেন্ড৷ সংস্থার কাছে আসা লক্ষ লক্ষ অর্ডার বিবেচনা করে তবেই প্রকাশ্যে এসেছে পরিসংখ্যান৷
সেই পরিসংখ্যান বলছে, বিদায়ী বছরে সারা ভারতে প্রতি মিনিটে গড়ে ১১৫ টি করে বিরিয়ানির (Biryani) অর্ডার গিয়ে পৌঁছেছে সুইগি-র কাছে৷ ডিসেম্বর মাস তথা সারা বছর প্রায় শেষ হতে চলল৷ এখনও অবধি সারা দেশ থেকে বিরিয়ানির মোট সাড়ে পাঁচ কোটি অর্ডার পৌঁছেছে সুইগির কাছে৷ আগের বছরের তুলনায় ২ কোটি বেশি৷ মেইন কোর্সে যদি বিরিয়ানি বাজিমাত করে, তা হলে স্ন্যাক্সে সেই শিরোপা শিঙাড়ার৷ সারা বছরে সুইগির কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫ মিলিয়ন অর্ডার পৌঁছেছে৷ তার পরেই আছে পাওভাজি৷ বছরভর অর্ডার এসেছে ২.১ মিলিয়ন৷ তবে রাত ১০ টার পরই পাল্টে গিয়েছে ভারতবাসীর খাবারের পছন্দ৷ সে সময় দেদার অর্ডার করা হয়েছে চিজ গার্লিক ব্রেড, পপকর্ন এবং ফ্রেঞ্চফ্রাই৷ মিষ্টিমুখের মধ্যে অর্ডারের ভিত্তিতে সবথেকে এগিয়ে, ২.১ মিলিয়ন অর্ডারের গুলাবজামুন৷ দ্বিতীয় স্থানে আছে ১.২৭ মিলিয়ন অর্ডার-সহ রসমালাই৷
advertisement
৪.২৫ লাখ নতুন ব্যবহারকারী এ বার সুইগিতে অর্ডার করেছেন চিকেন বিরিয়ানি৷ চেন্নাই, কলকাতা, লখনউ এবং হায়দরবাদে অর্ডারের শীর্ষ তালিকায় আছে এই খাবার৷ কিন্তু মুম্বইবাসী আবার বেশি অর্ডার করেছে ডাল খিচুড়ি৷ তার পরিমাণ চিকেন বিরিয়ানির তুলনায় দ্বিগুণ বেশি৷
advertisement
আরও পড়ুন : তাঁর হাতেই শাড়িতে সাজেন দীপিকা থেকে ক্যাটরিনা, গৃহবধূ থেকে ডলি এখন তারকা ড্রেপার
লোভনীয় খাবারের পাশাপাশি এসেছে স্বাস্থ্যকর খাবারের অর্ডারও৷ স্বাস্থ্যসচেতন খাবারের সন্ধানে ‘সুইগি হেল্থহাবে’-এর অর্ডার ২০০ শতাংশ বেড়েছে৷ সুইগির অর্ডার বলছে দেশের মধ্যে সবথেকে স্বাস্থ্যকর খাবারের অর্ডার এসেছে বেঙ্গালুরু থেকে৷ এর পরই আছে হায়দরাবাদ ও মুম্বই৷ সপ্তাহের মধ্যে সোমবার ও বৃহস্পতিবার সবথেকে বেশি স্বাস্থ্যকর খাবারের অর্ডার করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন : চরম শৈত্যপ্রবাহে সুস্থ থাকবেন কী করে, রইল টিপস
যতই দাম বাড়ুক, শাকসব্জির মধ্যে অর্ডারের ভিত্তিতে এগিয়ে ছিল টমেটো৷ সারা বছর ইনস্টামার্টে যত টমেটো অর্ডার করা হয়েছে, তা দিয়ে ১১ বছরে স্পেনে টোমোটিনা উৎসব পালিত হয়ে যাবে৷ পাশাপাশি অর্ডার করা হয়েছে কলা, পেঁয়াজ, আলু এবং লঙ্কা৷
আরও পড়ুন :  তারুণ্যেই মাথা সাদা? অকালপক্বতা-সহ চুলের অন্যান্য সমস্যা রোধে ব্যবহার করুন প্রাকৃতিক নীল
১.৪ মিলিয়ন প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, ৩.১ মিলিয়ন চকোলেট প্যাকেট, ২.৩ মিলিয়ন টাবভর্তি আইসক্রিম এবং ৬.১ মিলিয়ন চিপসের প্যাকেট৷ খাবার ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে অর্ডার করা হয়েছে ৭০ হাজার প্যাকেট ব্যান্ডএইড, ৫৫ হাজার প্যাকেট ডায়াপার এবং ৩ লক্ষ প্যাকেট স্যানিটরি ন্যাপকিন৷ সঙ্গে অবশ্যই আছে অনলাইনে অর্ডার দেওয়া ১ লক্ষ মাস্ক এবং ৪ লক্ষের বেশি হ্যান্ডওয়াশ৷ সুইগি-র এক্সপ্রেস গ্রোসারি ডেলিভারি সার্ভিস ‘ইনস্টামার্ট’ বছরের শুরুতে হাজির ছিল দেশের দু’টি শহরে৷ এখন সেটি পাওয়া যায় ১৮ শহরে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Most ordered online food 2021: প্রতি মিনিটে ১১৫ বিরিয়ানির অর্ডার! বিদায়ী ২০২১-এ সবথেকে বেশি অনলাইনে কী খেতে চাইল ভারত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement