Tips to tackle cold wave: চরম শৈত্যপ্রবাহে সুস্থ থাকবেন কী করে, রইল টিপস

Last Updated:

কী করে মোকাবিলা করবেন চরম শৈত্যপ্রবাহের? আপনার জন্য রইল প্রয়োজনীয় কিছু টিপস (how to stay fit in cold waves in winter)

;jএই মুহূর্তে দেশ জুড়ে শীতের দাপুটে ইনিংস চলছে৷ ঠান্ডার দাপটে কাঁপছে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল (cold wave in winter)৷ উত্তরাখণ্ডের জন্য ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর অবধি জারি হয়েছে হলুদ সতর্কতা৷ রাজ্যের কিছু জেলাতেও রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা৷ সর্দিকাশির মতো সাধারণ উপসর্গ থেকে ফ্রস্টবাইট, হাইপোথার্মিয়ার মতো জটিল শারীরিক অসুস্থতাও হানা দেয় শীতে৷ কী করে মোকাবিলা করবেন চরম শৈত্যপ্রবাহের? আপনার জন্য রইল প্রয়োজনীয় কিছু টিপস (how to stay fit in cold waves in winter)-
ডায়েট-
শরীরকে বাইরে থেকে উষ্ণ রাখার জন্য প্রয়োজন উপযুক্ত পোশাক৷ আর ভিতরের উষ্ণতা ধরে রাখার জন্য খেয়াল রাখতে ডায়েটের৷ খেতে হবে গরম স্যুপ, শুকনো ফল এবং খেজুর৷ শীতে টগবগে থাকার পাশাপাশি এই খাবারগুলি এনার্জি লেভেল ঠিক রাখে৷ অন্য সময়ের তুলনায় রান্নায় ঘিয়ের পরিমাণও বাড়িয়ে দিন৷ তবে বাড়িতে তৈরি খাঁটি ঘি হওয়া বাঞ্ছনীয়৷
advertisement
advertisement
লেপের তলায় বিছানায় থাকতে ভালই লাগে৷ কিন্তু শরীরচর্চা না করে শীতকাল জুড়ে এই জবুথবু ভাব মধুমেহ ও উচ্চরক্তচাপের মতো সমস্যা বাড়িয়ে দেয়৷ সব সময় গুটিসুটি দিয়ে বসে না থেকে শরীরকে সচল রাখুন৷ প্রয়োজনে বিছানায় বসে হাল্কা শরীরচর্চাও করতে হবে৷
advertisement
শীতে পোশাকের স্তর যত বাড়বে, তত আরামদায়ক হবে৷ একটা মোটা জ্যাকেটের তুলনায় পরুন অনেকগুলি স্তরের গরম পোশাক৷ একাধিক স্তরের পোশাকে বাতাসকে আটকে রাখুন৷ তাহলে উষ্ণতাকে শরীর থেকে বার হয়ে যেতে হবে না৷ শরীরের তাপমাত্রাকে ধরে রাখার জন্য পরতে পারেন বডি ওয়ার্মারও৷
advertisement
অধিকাংশ শীতের সকাল ঢাকা থাকে কুয়াশার স্তরে৷ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কিন্তু শরীরে জন্য ক্ষতিকর৷ কুয়াশায় মিশে থাকে ধোঁয়া এবং দূষিত ধুলিকণা৷ ফলে তৈরি হয় ‘স্মোগ’ বা ধোঁয়াশা৷ তাই শীতের ধোঁয়াশায় প্রাতর্ভ্রমণ করা উচিত নয়৷ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্মোগের অংশ শরীরে প্রবেশ করলে ফসফুসের ক্ষতি হয়৷
advertisement
হিটারে সতর্কতা-
একাধিক ঘটনায় দেখা যায়, শীতের রাতে ঘুমের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে৷ তাঁরা হয়তো হিটার অন করে ঘুমিয়েছিলেন৷ বিশেষজ্ঞদের মতে, রুমহিটার বেশি ক্ষণ চালিয়ে রাখলে ঘরে কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে যায়৷ ফলে ঘরে যদি তাজা বাতাস প্রবেশের জায়গা না থাকে তাহলে দমবন্ধকর পরিবেশ তৈরি হয়৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips to tackle cold wave: চরম শৈত্যপ্রবাহে সুস্থ থাকবেন কী করে, রইল টিপস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement