Rajma-Idli Food: ইডলি-রাজমা খাচ্ছেন? ১৫১টি খাবার নিয়ে ভয়ানক বার্তা গবেষণায়! কোন মহাবিপদের অশনি সংকেত মিলল

Last Updated:

Rajma-Idli Food: দক্ষিণ ভারতীয় বিখ্যাত খাবার ইডলিও রয়েছে সেই তালিকায়। ষষ্ঠ স্থানে। তা ছাড়া উত্তর ভারতীয় খাবার রাজমাও (কিডনি বিন) গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইডলি ও রাজমা খান? ১৫১ খাবার নিয়ে ভয়ানক বার্তা গবেষণায়! কোন মহাবিপদের অশনি সংকেত
ইডলি ও রাজমা খান? ১৫১ খাবার নিয়ে ভয়ানক বার্তা গবেষণায়! কোন মহাবিপদের অশনি সংকেত
আমরা যা যা খাবার খাচ্ছি, তার মধ্যেই যে একাধিক খাবার জীববৈচিত্র্যের ক্ষতি করছে, তা আমরা অনেকেই জানি না। জীববৈচিত্রের উপর খাবারের প্রভাব যে কতটা ভয়ঙ্কর, সে বিষয়ে সচেতনতা তৈরিই হয়নি। সারা বিশ্বের ১৫১টি জনপ্রিয় খাবারের মধ্যে বায়োডার্ভাসিটি ফুটপ্রিন্ট (জীববৈচিত্র্যের ক্ষতিকর প্রভাব) মূল্যায়ন করার জন্য একটি গবেষণা হয়েছে।
যে খাবারটি জীববৈচিত্র্যের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তা হল স্পেনের একটি রোস্ট ল্যাম্ব ডিশ লেচাজো, (ভেড়ার মাংস), যা ব্রাজিলের জনপ্রিয় খাবার। গবেষণায় বলা হয়েছে, যে মাংসযুক্ত খাবারগুলি নিরামিষ খাবারের তুলনায় জীববৈচিত্র্যের উপর বেশি প্রভাব ফেলে। দক্ষিণ ভারতীয় বিখ্যাত খাবার ইডলিও রয়েছে সেই তালিকায়। ষষ্ঠ স্থানে। তা ছাড়া উত্তর ভারতীয় খাবার রাজমাও (কিডনি বিন) গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োলজিক্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক লুইস রোমান ক্যারাস্কো জানান, প্রতিটি খাবার উপাদানের উপর ভিত্তি করে প্রজাতি এবং বন্য স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং উভচর প্রাণীর উপর প্রভাব ফেলে। যে বায়োডার্ভাসিটি ফুটপ্রিন্ট বলতে বোঝায়, খাবারটি তৈরি করতে প্রজাতির যেই পরিমাণ সংখ্যা প্রভাবিত হয়, সেই সংখ্যাটি। এতেই বোঝা যাচ্ছে, আমরা সেই খাবারটি খাচ্ছি বলে কত প্রজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছি।
advertisement
কৃষি সম্প্রসারণের ফলে আবাসস্থল বিনষ্ট হওয়ায় জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়েছে। আমিষ জাতীয় খাবার গবাদি পশু পালনে নেতিবাচক প্রভাব ফেলে। এখন এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে আমরা যে খাবারগুলি খাচ্ছি তা আমাদের জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে কিনা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rajma-Idli Food: ইডলি-রাজমা খাচ্ছেন? ১৫১টি খাবার নিয়ে ভয়ানক বার্তা গবেষণায়! কোন মহাবিপদের অশনি সংকেত মিলল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement