Foot Care Tips : পা ফাটা নিয়ে চিন্তায়? নারকেল তেল দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ফুট ক্রিম! তুলতুলে হবে চামড়া
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Foot Care Tips : এত মজার পাশাপাশি শীতকাল মানেই ফাটা ঠোঁট, ফাটা গোড়ালির সমস্যা। ঠান্ডার মরশুমে যারা এই সমস্যায় ভুগছেন তাঁদের জন্য সেরা সমাধান রইল এই প্রতিবেদনে।
শীতকাল মানেই পিঠেপুলি খাওয়া। শীতকাল মানেই প্রিয় শোয়াটারকে আবার পরতে পারা। তবে এত মজার পাশাপাশি শীতকাল মানেই ফাটা ঠোঁট, ফাটা গোড়ালির সমস্যা। ঠান্ডার মরশুমে যারা এই সমস্যায় ভুগছেন তাঁদের জন্য সেরা সমাধান রইল এই প্রতিবেদনে। দামি ক্রিম কেনার প্রয়োজন নেই, বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফুট ক্রিম।
ফাটা গোড়ালির কারণে পছন্দের জুতা পরতে সমস্যা হয়। সমস্যা বেশি হলে গোড়ালিতেও ব্যথা শুরু হয়। বাড়ির রান্নাঘরে থাক ঘরোয়া উপাদান থেকেই তৈরি করা যাবে অসাধারণ ঘরোয়া ক্রিম। এই ক্রিম ব্যবহার করলে রাতারাতি গোড়ালির ফাটা দূর হবে।
কী কী লাগবে ফুট ক্রিম তৈরিতে
advertisement
মোম
২ চামচ অ্যালোভেরা জেল
১ চামচ নারকেল তেল
advertisement
১ চামচ সরষের তেল
আরও পড়ুন: বাড়ির পাশের এই পাতা মুশকিল আসান! উজ্জ্বল ত্বকের পাশাপাশি ব্লাড সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে
প্রথমে, পিলার বা ছুরি দিয়ে মোমবাতিটি কেটে নিন। এবার এক চামচ মোমবাতির মোমবাতির টুকরো নিয়ে নিন। একটি ছোট প্যান নিন। এতে এক চামচ মোমবাতি দিয়ে দিন। এবার এতে এক চামচ সরিষার তেল এবং এক চামচ নারকেল তেল দিন। একটি অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে দিয়ে দিন। পাতা না থাকলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এই প্যানটি হালকা আঁচে গরম করুন। কিছুক্ষণ পরে, মোম-সহ অন্যান্য উপাদান গলতে শুরু করবে। দুই এক মিনিট গরম করেই আঁচ বন্ধ করে দিন।
advertisement
যদি অ্যালোভেরা জেল না থাকে তবে ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে একটি এয়ার টাইট পাত্রে রাখুন। এই পাত্রটি ঠান্ডা জলের পাত্রে রাখুন। চামচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন যাতে সরষের তেল সমানভাবে ছড়িয়ে যায়। কিছুক্ষণ পরে, মিশ্রণটি জেলের মতো ভ্যাসলিন হয়ে যাবে।
advertisement
সকালে স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে পায়ে লাগান এই জেল। দিনে দুইবার প্রয়োগ করলে পায়ের ফাটার সমস্যা দূর হবে। ঘরোয়া উপায়ে কোনও খরচ ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন এই ক্রিম। এক্কেবারে কম খরচেই বানান অসাধারণ ফুট ক্রিম।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Foot Care Tips : পা ফাটা নিয়ে চিন্তায়? নারকেল তেল দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ফুট ক্রিম! তুলতুলে হবে চামড়া