Soaked almonds and raisins in breakfast : প্রাতরাশে ভেজানো আমন্ড ও কিশমিশ দিনভর সুস্থতার চাবিকাঠি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাস্বর মনে করেন প্রাতরাশের জন্য সেরা হল ভেজানো আমন্ড এবং কিশমিশ (Benefits of soaked almonds and raisins in breakfast )
দিনের প্রথম খাবার বা প্রাতরাশকে সবথেকে গুরুত্বপূর্ণ আহার বলে মনে করেন পুষ্টিবিদরা (importance of breakfast)৷ সারা দিনের জন্য রসদ সংগ্রহ করার এটাই সেরা উপায়৷ এই খাবারের মাধ্যমেই রাতের দীর্ঘ উপবাস ভঙ্গ করি৷ তার থেকেই নামকরণ ‘ব্রেক ফাস্ট’৷ তাই ডেয়ারি, বাদাম, ফল, শুকনো ফল, প্রোটিন-সবই থাকা প্রয়োজন আহারে৷ সারা দিন কীভাবে কাজ করব, তা নির্ভর করে প্রাতরাশের উপর৷ আমাদের এনার্জি লেভেলও ঠিক করে দেয় প্রাতরাশ৷ দিনের প্রথম খাবার ভাল হলে পুষ্টিমূল্যও নির্ধারিত হয় সুষম পথে৷ প্রাতরাশে কী খাওয়া উপযুক্ত, তা নিয়ে আমাদের দ্বন্দ্ব ও সংশয়ের শেষ নেই৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাস্বর মনে করেন প্রাতরাশের জন্য সেরা হল ভেজানো আমন্ড এবং কিশমিশ (Benefits of soaked almonds and raisins in breakfast )৷
কিছু ভেজানো আমন্ড এবং কিশমিশ তিনি অবশ্যই রাখতে বলেছেন প্রাতরাশে৷ কেন? তার কারণগুলিও জানিয়েছেন তিনি৷ আসুন, দেখে নিই কেন এই বিশেষ খাবার তিনি প্রাতরাশে রাখতে বলেছেন৷
আরও পড়ুন : পথকুকুর থেকে ‘মিলিয়ন ডলারের মাঞ্চকিন’, পোষ্যর সঙ্গে বড়দিন কাটাতে আস্ত প্রাইভেট বিমান ভাড়া জুটির
# সকালে ভেজানো আমন্ড ও কিশমিশ খেলে দিনভর এনার্জেটিক থাকা যায়৷ পাশাপাশি সারা দিন নোনতা খাবারের প্রতি যে লোভ, সংবরণ করাও যায়৷
advertisement
advertisement
# সকালে আমন্ড ও কিশমিশ খেলে সারা দিন খিদে কম পায়৷ ফলে বার বার চোখের খিদের জেরে জাঙ্কফুড খাওয়ার প্রবণতা কমে৷
আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি
# ভেজানো আমন্ড ও কিশমিশ সকালে খেলে ঋতুস্রাবের সময় তলপেটের পেশির টান বা ক্র্যাম্প থেকে রেহাই পাওয়া যায়৷ পরিপাক ক্রিয়ায় সাহায্য করে আমন্ড ও কিশমিশ৷
advertisement
# স্মৃতিশক্তি উজ্জ্বল করে আমন্ড৷ ভেজানো আমন্ড ও কিশমিশ মস্তিষ্কের স্বাস্থ্যের সুস্থতা বজায় রাখে৷ কিশমিশ ও আমন্ডের অ্যান্টি অক্সিড্যান্ট গুণ ভাল রাখে চুল ও ত্বক৷
আরও পড়ুন : বিরিয়ানি, কোর্মার সুস্বাদু হয় বেরেস্তার গুণে, জেনে নিন মুচমুচে বেরেস্তার টিপস
# কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে আমন্ড ও কিশমিশ৷ হৃদযন্ত্রের জন্যও আমন্ড ও কিশমিশ কার্যকর
advertisement
# অ্যাসিডিটির সমস্যাকে দূরে রাখে আমন্ড ও কিশমিশ ৷ ভেজানো আমন্ড খেলে বাড়তি মেদ ঝরে যেতেও সাহায্য করে
# প্রোটিন, ম্যাগেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, প্রোটিন এবং ফাইবারে ভরপুর আমন্ড শরীরের সার্বিক উন্নতি করে ৷
Location :
First Published :
December 12, 2021 8:56 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Soaked almonds and raisins in breakfast : প্রাতরাশে ভেজানো আমন্ড ও কিশমিশ দিনভর সুস্থতার চাবিকাঠি