Soaked almonds and raisins in breakfast : প্রাতরাশে ভেজানো আমন্ড ও কিশমিশ দিনভর সুস্থতার চাবিকাঠি

Last Updated:

আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাস্বর মনে করেন প্রাতরাশের জন্য সেরা হল ভেজানো আমন্ড এবং কিশমিশ (Benefits of soaked almonds and raisins in breakfast )

দিনের প্রথম খাবার বা প্রাতরাশকে সবথেকে গুরুত্বপূর্ণ আহার বলে মনে করেন পুষ্টিবিদরা (importance of breakfast)৷ সারা দিনের জন্য রসদ সংগ্রহ করার এটাই সেরা উপায়৷ এই খাবারের মাধ্যমেই রাতের দীর্ঘ উপবাস ভঙ্গ করি৷ তার থেকেই নামকরণ ‘ব্রেক ফাস্ট’৷ তাই ডেয়ারি, বাদাম, ফল, শুকনো ফল, প্রোটিন-সবই থাকা প্রয়োজন আহারে৷ সারা দিন কীভাবে কাজ করব, তা নির্ভর করে প্রাতরাশের উপর৷ আমাদের এনার্জি লেভেলও ঠিক করে দেয় প্রাতরাশ৷ দিনের প্রথম খাবার ভাল হলে পুষ্টিমূল্যও নির্ধারিত হয় সুষম পথে৷ প্রাতরাশে কী খাওয়া উপযুক্ত, তা নিয়ে আমাদের দ্বন্দ্ব ও সংশয়ের শেষ নেই৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাস্বর মনে করেন প্রাতরাশের জন্য সেরা হল ভেজানো আমন্ড এবং কিশমিশ (Benefits of soaked almonds and raisins in breakfast )৷
কিছু ভেজানো আমন্ড এবং কিশমিশ তিনি অবশ্যই রাখতে বলেছেন প্রাতরাশে৷ কেন? তার কারণগুলিও জানিয়েছেন তিনি৷ আসুন, দেখে নিই কেন এই বিশেষ খাবার তিনি প্রাতরাশে রাখতে বলেছেন৷
আরও পড়ুন : পথকুকুর থেকে ‘মিলিয়ন ডলারের মাঞ্চকিন’, পোষ্যর সঙ্গে বড়দিন কাটাতে আস্ত প্রাইভেট বিমান ভাড়া জুটির
# সকালে ভেজানো আমন্ড ও কিশমিশ খেলে দিনভর এনার্জেটিক থাকা যায়৷ পাশাপাশি সারা দিন নোনতা খাবারের প্রতি যে লোভ, সংবরণ করাও যায়৷
advertisement
advertisement
# সকালে আমন্ড ও কিশমিশ খেলে সারা দিন খিদে কম পায়৷ ফলে বার বার চোখের খিদের জেরে জাঙ্কফুড খাওয়ার প্রবণতা কমে৷
আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি
# ভেজানো আমন্ড ও কিশমিশ সকালে খেলে ঋতুস্রাবের সময় তলপেটের পেশির টান বা ক্র্যাম্প থেকে রেহাই পাওয়া যায়৷ পরিপাক ক্রিয়ায় সাহায্য করে আমন্ড ও কিশমিশ৷
advertisement
# স্মৃতিশক্তি উজ্জ্বল করে আমন্ড৷ ভেজানো আমন্ড ও কিশমিশ মস্তিষ্কের স্বাস্থ্যের সুস্থতা বজায় রাখে৷ কিশমিশ ও আমন্ডের অ্যান্টি অক্সিড্যান্ট গুণ ভাল রাখে চুল ও ত্বক৷
আরও পড়ুন : বিরিয়ানি, কোর্মার সুস্বাদু হয় বেরেস্তার গুণে, জেনে নিন মুচমুচে বেরেস্তার টিপস
# কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে আমন্ড ও কিশমিশ৷ হৃদযন্ত্রের জন্যও আমন্ড ও কিশমিশ কার্যকর
advertisement
# অ্যাসিডিটির সমস্যাকে দূরে রাখে আমন্ড ও কিশমিশ ৷ ভেজানো আমন্ড খেলে বাড়তি মেদ ঝরে যেতেও সাহায্য করে
# প্রোটিন, ম্যাগেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, প্রোটিন এবং ফাইবারে ভরপুর আমন্ড শরীরের সার্বিক উন্নতি করে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Soaked almonds and raisins in breakfast : প্রাতরাশে ভেজানো আমন্ড ও কিশমিশ দিনভর সুস্থতার চাবিকাঠি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement