Cereals in Winter: শীতে থাক পাত জুড়ে, এই দশ ডাল যেন প্রোটিনের ভাণ্ডার

Last Updated:

Cereals in Winter: এখানে রইল সেরকমই কিছু ডালের তালিকা যার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটমুক্ত প্রোটিন।

যে কোনও প্রদেশের ভারতীয় থালি ডাল ছাড়া ভাবা যায় না। কিন্তু কেন ডাল ছাড়া আমরা খেতে পারি না সেটা কখনও ভেবে দেখেছেন কি? কারণ ডাল হল উদ্ভিজ্জ প্রোটিনের উৎস (Cereals in Winter)। এই প্রোটিন আমাদের মস্তিষ্ক, হাড়, সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু উন্নত করে। এখানে রইল সেরকমই কিছু ডালের তালিকা যার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটমুক্ত প্রোটিন (Benefits of Winter) ।
মুগ ডাল-
মুগ হল অন্যতম ডায়েট ফ্রেন্ডলি ডাল। কারণ এতে ক্যালোরি কম থাকে। এছাড়া এই ডাল লোহা এবং পটাসিয়াম সমৃদ্ধ। ১০০ গ্রাম মুগডালে ২৪ গ্রাম প্রোটিন আছে।
advertisement
ছোলার ডাল-
১০০ গ্রাম ছোলার ডালে ১৩ গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও এতে কপার আর ম্যাঙ্গানিজ আছে।
advertisement
এই ডাল অত্যন্ত পুষ্টিকর। ভালো বিষয় হল এই যে মুসুর ডাল অত্যন্ত হালকাঁ এবং সেই কারণে হজম করা খুব সহজ। যারা হজম সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন তাঁরা এই ডাল খেতে পারেন। যেমন যাঁদের খুব বেশি অম্বল বা অম্বল থেকে বমি হয় বা পিত্ত পড়ে যায় তাঁদের এই ডাল খাওয়া উচিত। ১০০ গ্রাম মুসুর ডালে ৯ গ্রাম প্রোটিন থাকে। রক্ত সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে এই ডাল।
advertisement
কাবলি ডাল-
কাবলি ডাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কারণ এই ডালে আছে প্রোটিন আর ফাইবারের গুণ। এক কাপ কাবলি ডালে থাকে ১৫ গ্রাম প্রোটিন। এই ডাল প্রোটিন ও ফোলেট সমৃদ্ধ। যাঁদের রক্তাল্পতার সমস্যা আছে তাঁরা এই ডাল খেতে পারেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দিতে এই ডালের জুড়ি নেই। এছাড়াও রক্ত সঞ্চালন উন্নত করে এই ডাল।
advertisement
পুষ্টিগুণে সমৃদ্ধ বলে সারা ভারত জুড়ে অড়হর ডালের এত কদর। ১০০ গ্রাম অড়হর ডালে ১২ গ্রাম প্রোটিন আছে। প্রোটিন ছাড়াও এই ডালে আছে ফাইবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতেও কাজে লাগে এই ডাল।
advertisement
বিউলি ডাল-
১০০ গ্রাম বিউলি ডালে ২৬ গ্রাম প্রোটিন আছে। যাঁদের পেটের অসুখ আছে তাঁরা এই ডাল সারা রাত ভিজিয়ে তবেই খেতে পারেন। কারণ এই ডাল একটু অম্লজাতীয়। প্রোটিন ছাড়াও ভিটামিন B আছে এই ডালে।
advertisement
ক্যালসিয়ামে ভরপুর এই ডালে ১০০ গ্রাম পিছু ৪ গ্রাম প্রোটিন আছে।
কলাইয়ের ডাল-
১০০ গ্রাম ডালে ১৩ গ্রাম প্রোটিন থাকে। এই ডালে আছে জিঙ্কের গুণ যা পেশি শক্তিশালী করে।
গ্রিন স্প্রাউট-
১০০ গ্রাম ডালে আছে ৩২ গ্রাম প্রোটিন। এই ডালে প্রচুর উৎসেচক আছে যা পেটের জন্য খুব ভালো।
advertisement
সোয়া ডাল-
ভিটামিন D’র গুণ সমৃদ্ধ এই ডালের ১০০ গ্রাম পিছু ১৩ গ্রাম প্রোটিন আছে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cereals in Winter: শীতে থাক পাত জুড়ে, এই দশ ডাল যেন প্রোটিনের ভাণ্ডার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement