Basanti Polao Recipe: নিরামিষ বাসন্তী পোলাও বানাতে এক চিমটে এই সাধারণ মশলাটি দিতে ভুলবেন না! একেবারে জমে যাবে টেস্ট
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Basanti Polao Secret Recipe: খুব কম মশলা লাগে পোলাও রাঁধতে৷ তবে এই ঘরোয়া মশলাটি হল সিক্রেট, পোলাওয়ের গন্ধে ম ম করবে ঘর!
দক্ষিণ ২৪ পরগনার: পুজো বা অন্য কোন অনুষ্ঠান বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও। বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়ি বা লুচি এই ধরনের খাবার আমরা করে থাকি বিভিন্ন অনুষ্ঠানে তবে তার থেকেও কম খরচে এক নিমিষে খুব সহজ পদ্ধতিতে আপনিও তৈরি করতে পারেন। এই বাসন্তি পোলাও।
বাঙালি মানেই হল ভোজনরসিক, আর এই ভোজনরসিক বাঙালির অত্যন্ত প্রিয় ও কাছের খাবার পোলাও। বাঙালির সেরা পছন্দ হল বাসন্তী পোলাও৷ নিরামিষ ছানার ডালনা, কাশ্মীর আলুর দম বা কষা পাঁঠার মাংসের সঙ্গে দারুণ জমে যায় এই পোলাও।
আরও পড়ুনChocolate Benefit: ডায়েটে রাখুন এই ডার্ক চকোলেট, ওজন কমবে ঝপঝপ, স্ট্রেস বলবে বাই বাই! মন-মেজাজ থাকবে ফুরফুরে!
কীভাবে বানাবেন বা কী ধরনের জিনিসপত্র প্রয়োজন আছে একবার জেনে নিন। গোবিন্দভোগ চাল, তেজপাতা ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী, হলুদগুঁড়ো,পরিমাণ মত কাজু ও কিশমিশ,স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মত জল, চিনি,ঘি। কীভাবে বানাবেন? প্রথমে আপনাকে ওই গোবিন্দভোগ চাল যে কোন পাত্রে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর ২০ মিনিট পর ওই চালের সঙ্গে ঘি, হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন চাল যাতে ভেঙে না যায়। এবার কড়াইতে ঘি গরম করুন, তাতে কাজু আর কিশমিশগুলি ভাল করে ভেজে নিন সোনালি রং হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশটা এক সাইটে রেখে দিন। তারপর চালগুলি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে দিন। অন্তত ১৫ মিনিট ফুটতে দিন।
advertisement
advertisement
তারপর ঢাকনা সরিয়ে দেখুন যে পোলাও তৈরি হয়ে গেছে এবং ভাতটা ঝুরঝুরে হয়েছে।চাল সেদ্ধ হলে নামানোর আগে ঘি ছড়িয়ে দিন। আপনি যদি চান কেওড়া জল বা গোলাপ জলও মিশিয়ে দিতে পারেন। এরপর আপনি খুব সহজেই বাসন্তী পোলাও পরিবেশন করতে পারে।
সুমন সাহা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2024 4:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Basanti Polao Recipe: নিরামিষ বাসন্তী পোলাও বানাতে এক চিমটে এই সাধারণ মশলাটি দিতে ভুলবেন না! একেবারে জমে যাবে টেস্ট









