Skin Care: ত্বকে বয়সের ছাপ পড়ছে? চিন্তা নেই, এই সহজ নিয়মগুলি মানলেই কেল্লাফতে!

Last Updated:

Skin Care: জেনে নেওয়া যাক, কী ভাবে অ্যান্টি-এজিংয়ের ক্ষেত্রে ত্বকের যত্ন নিতে হবে।

ত্বকের যত্ন নিন
ত্বকের যত্ন নিন
#নয়াদিল্লি: যদিও বয়স শুধুমাত্র একটি সংখ্যা, তবে সময়ের আগেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া কখনওই কাম্য নয়। তবে স্কিনকেয়ার রুটিন মেনে চললে ত্বকের বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলি এড়ানো সম্ভব। যদিও আজকাল বাজারে একাধিক স্কিনকেয়ার প্রোডাক্ট পাওয়া যায় বলে উপযুক্ত স্কিনকেয়ার রুটিন বেছে নেওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। তবে দামি জিনিস ব্যবহার করলেই যে ত্বকের যত্ন সঠিক ভাবে নেওয়া যায়, তেমনটা কিন্তু একেবারেই নয়। তাই দাম যাই হোক না-কেন, সঠিক পণ্য ব্যবহার করলেই ত্বকের বয়স ধরে রাখা সম্ভব। জেনে নেওয়া যাক, কী ভাবে অ্যান্টি-এজিংয়ের ক্ষেত্রে ত্বকের যত্ন নিতে হবে।
সানস্ক্রিন:
প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের বার্ধক্যকে দূরে রাখা যায়। ২৫ বছর বয়স থেকে কারও বার্ধক্যের লক্ষণ দেখা দিলে ত্বকের যত্নের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অ্যান্টি-এজিং ত্বকের যত্নের প্রধান উপাদান হন সানস্ক্রিন। আসলে সানস্ত্রিন সূর্যের তাপ থেকে ত্বকের ক্ষতি হওয়ার সমস্যা রুখে দিতে পারে। তাই ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজারিংয়ের পরে সানস্ক্রিন লাগাতে ভুললে চলবে না। এছাড়া আজকাল বেশির ভাগ সানস্ক্রিন কম্পিউটার, টিভি এবং মোবাইল ফোনের মতো ডিজিটাল স্ক্রিন থেকে নির্গত নীল আলো থেকেও রক্ষা করতে সক্ষম।
advertisement
রেটিনল:
দিনের বেলা যেমন সানস্ক্রিন লাগানো গুরুত্বপূর্ণ, তেমনই রাতেও ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে রাতে ভিটামিন-এ সমৃদ্ধ রেটিনল, রেটিনালডিহাইড ইত্যাদি অ্যান্টি-এজিং ত্বকের যত্নের জন্য খুবই ভালো উপাদান। প্রতিদিন রাতে ঘুমোনোর আগে ব্যবহার করলে ত্বকে বার্ধক্যের লক্ষণ দেরিতে দেখা যায়। মুখে সূক্ষ্ম রেখা থেকে বলিরেখা কিংবা বয়সের দাগ, ত্বকের বিবর্ণতা, ব্রনর দাগ থেকে শুরু করে ত্বকের ছিদ্র ইত্যাদি সমস্যার জন্য রেটিনল খুবই উপকারী।
advertisement
advertisement
আজকাল রেটিনলের উপকারিতা নিয়ে অনেকেই ওয়াকিবহাল রয়েছেন। তবে বর্তমানে রেটিনল আরও বেশি সকলের নজর কেড়েছে। কারণ এটি রেটিনোইক অ্যাসিডের থেকে সরাসরি পাওয়া যায়।। যার মানে এটি ত্বকে সরাসরি ভিটামিন এ-র জোগান দেয়। পাশাপাশি অন্যান্য স্কিনকেয়ার এমনকি রেটিনলের চেয়েও রেটিনলের ব্যবহার ত্বকের উপর বেশি প্রভাব ফেলতে পারে।
advertisement
তবে আজকাল অ্যান্টি-এজিং স্কিনকেয়ার বিভাগে আপাতদৃষ্টিতে সীমাহীন বিকল্প রয়েছে। তার মধ্যে ঠিক কী ব্যবহার করলে সময়ের আগেই বার্ধক্যের ছাপ প্রতিরোধ করা সম্ভব, তা জানতে হবে। সেক্ষেত্রে বাহ্যিক রূপচর্চা ছাড়াও ত্বকের জন্য ভালো ডায়েট, প্রতিদিন প্রয়োজনীয় দৈহিক ব্যায়াম, ভালো ঘুম এবং মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে প্রয়োজন একটি ভালো স্কিন কেয়ার রুটিন মেনে চলা। তাহলেই বয়স যতই হোক না-কেন, ধরে রাখা যাবে চিরযৌবন!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care: ত্বকে বয়সের ছাপ পড়ছে? চিন্তা নেই, এই সহজ নিয়মগুলি মানলেই কেল্লাফতে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement