স্বপ্ন সবাই দেখে। কেউ জেগে, কেউ ঘুমিয়ে। বিশেষজ্ঞরা ঘুমিয়ে দেখা স্বপ্নের বিভিন্ন অর্থের ব্যাখ্যা দিয়েছেন (Dream Meaning)। অনেক সময়ই স্বপ্ন আমাদের ঘুম থেকে উঠেও মনে থেকে যায়। আর সেই স্বপ্নই নানা ঘটনার ইঙ্গিত দেয় (Dream Meaning)। স্বপ্নে পড়ে যাওয়া, খিদে পাওয়া এমনকী মৃত্যুও দেখেন অনেকে। জানেন স্বপ্নে মাছ দেখারও নানা ব্যাখ্যা রয়েছে। (Dream Meaning)