Aditya Tiwari : ডাউন সিন্ড্রোম আক্রান্ত শিশুকে দত্তক নিয়ে দেশের সর্বকনিষ্ঠ সিঙ্গল ফাদার আদিত্যর বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু

Last Updated:

Aditya Tiwari :তাঁর বিয়েতে আমন্ত্রিত ছিলেন গৃহহীন এবং অনাথাশ্রমের শিশুরা৷ নিমন্ত্রিতের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০ হাজার

ইনদওরের এক তরুণীকে তাঁর বিয়ে করার পর্ব এবং উদযাপনও ছিল গতানুগতিকতার থেকে বহু দূরে, ছবি : সোশ্যাল মিডিয়া
ইনদওরের এক তরুণীকে তাঁর বিয়ে করার পর্ব এবং উদযাপনও ছিল গতানুগতিকতার থেকে বহু দূরে, ছবি : সোশ্যাল মিডিয়া
ইনদওর : ৯ বছর আগে ২৮ বছর বয়সি আদিত্য তিওয়ারি যখন বিশেষ ক্ষমতাসম্পন্ন এক শিশুকে দত্তক নিতে চেয়েছিলেন, অনেকেরই ভ্রূকুঞ্চিত হয়েছিল৷ কিন্তু অসম্ভবকেই তিনি সম্ভব করেছিলেন৷ তার পরও বার বার উজান স্রোতে পাড়ি দিয়েছেন এই ইঞ্জিনিয়ার৷ ২০১৫ সালের অক্টোবর মাসে আদিত্য ডাউন সিন্ড্রোমে আক্রান্ত এক শিশুকে দত্তক নিয়েছিলেন৷ দেশের সর্বকনিষ্ট সিঙ্গল ফাদার ছেলের নাম রাখেন বিন্নি, ভাল নাম দেওয়া হয় অবনীশ৷ পরের বছরই বিয়ে করেন আদিত্য৷ ইনদওরের এক তরুণীকে তাঁর বিয়ে করার পর্ব এবং উদযাপনও ছিল গতানুগতিকতার থেকে বহু দূরে৷
তাঁর বিয়েতে আমন্ত্রিত ছিলেন গৃহহীন এবং অনাথাশ্রমের শিশুরা৷ নিমন্ত্রিতের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০ হাজার৷ নিমন্ত্রিতদের জন্য রিটার্ন গিফ্ট ছিল ওষুধ এবং গাছের চারা৷ এখানেই শেষ নয়৷ পথের পশু এবং চিড়িয়াখানার বাসিন্দা মিলিয়ে মোট ১ হাজারের বেশি পশুপ্রাণীর জন্যও খাবারের বন্দোবস্ত করেন তিনি৷ তারাও ছিল তাঁর বিয়ের অতিথি৷ যাদের কাছে কোনওদিন কোনও নিমন্ত্রণের চিঠি পৌঁছয় না, সেই গৃহহীন, অনাথাশ্রমের শিশু এবং পশুপ্রাণীদের জন্য তিনি রেখেছিলেন ভুরিভোজের ব্যবস্থা৷
advertisement
advertisement
জীবনসঙ্গিনী খুঁজতে সময় নেনে আদিত্য৷ কিন্তু তিনি ঠিক করেছিলেন যাঁকে বিয়ে করবেন তিনি যেন বিন্নিকে তাঁর মতোই ভালবাসেন৷ তাঁর সে ইচ্ছে পূর্ণ হয়েছে৷ আদিত্যর কথায়, স্ত্রী তাঁর থেকেও বেশি ভালবাসেন অবনীশকে৷ ছেলের পরিবার সম্পূর্ণ হতে দেখে খুশি আদিত্যর বাবাও৷ তাঁর মতে, ভালবাসাই পারে সব ক্ষত উপশম করতে৷ আপনজনদের পরিচর্যায় আগের থেকে অনেকটাই ভাল আছে ছোট্ট অবনীশও৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Aditya Tiwari : ডাউন সিন্ড্রোম আক্রান্ত শিশুকে দত্তক নিয়ে দেশের সর্বকনিষ্ঠ সিঙ্গল ফাদার আদিত্যর বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement