South 24 Parganas News: রাজ‍্যে প্রথম! ডায়মন্ডহারবারে শুরু হচ্ছে ডাউন সিনড্রোম রোগের চিকিৎসা

Last Updated:

রাজ‍্যের মধ‍্যে প্রথম ডায়মন্ডহারবারে শুরু হচ্ছে ডাউন সিনড্রোম রোগের চিকিৎসা। বর্তমানে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মাসে দু'দিন করে আউটডোর ক্লিনিক চলবে। এই রোগে আক্রান্ত কাউকে গুরুতর অসুস্থ অবস্থায় আনা হলে তাকে এখন পেড্রিয়াট্রিক বিভাগের অধীনে ভরতি করা হবে।

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ
ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ
#ডায়মন্ডহারবার : রাজ‍্যের মধ‍্যে প্রথম ডায়মন্ডহারবারে শুরু হচ্ছে ডাউন সিনড্রোম রোগের চিকিৎসা। বর্তমানে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মাসে দু'দিন করে আউটডোর ক্লিনিক চলবে। এই রোগে আক্রান্ত কাউকে গুরুতর অসুস্থ অবস্থায় আনা হলে তাকে এখন পেড্রিয়াট্রিক বিভাগের অধীনে ভরতি করা হবে। পরে চালু করা হবে আলাদা ইউনিট। এই রোগের চিকিৎসা কেন্দ্র ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে চালু হওয়ায় নতুন দিগন্তের উন্মোচন হল বলে মনে করা হচ্ছে। ডাউন সিনড্রোম রোগটি একটি জিনঘটিত রোগ। শিশুদের ক্ষেত্রে এই রোগ প্রকট হয়।
এই রোগে আক্রান্ত শিশুদের বুদ্ধি ও মানসিক বিকাশ ব‍্যাহত হয় বলে খবর। মূলত শহরের দিকে এই রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিষেবা মিললেও। গ্রামের দিকে ডাউন সিনড্রোম রোগাক্রান্ত শিশুদের ক্লিনিকাল ম‍্যানেজমেন্ট সঠিকভাবে হয় না। ফলে তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়। সেই সমস‍্যার সমাধান করতে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ডাউন সিনড্রোম রোগের চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। সরকারি ভাবে যা রাজ‍্যের মধ‍্যে প্রথম।
advertisement
এ নিয়ে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ জানান এটি একটি জিনঘটিত রোগ। ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ থেকে এই চিকিৎসা পরিষেবা দিলে উপকৃত হবেন প্রত‍্যন্ত এলাকার মানুষজন। আপাতত মাসে দু'দিন করেই মিলবে এই চিকিৎসা পরিষেবা। এই মুহূর্তে হাসপাতালে শিশুদের জন‍্য বরাদ্দ রয়েছে ৫৫ টি বেড। সিসিইউ রয়েছে ৪ টি, এইচডিইউ রয়েছে ৮ টি। গ্রামবাংলার শিশুরা এই রোগে আক্রান্ত হলে আর দূরে কোথাও তাদের যেতে হবেনা। ফলে উপকৃত হবেন অনেক শিশু এবং তাদের পরিবারের লোকজন।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রাজ‍্যে প্রথম! ডায়মন্ডহারবারে শুরু হচ্ছে ডাউন সিনড্রোম রোগের চিকিৎসা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement