Crematorium: শ্মশানে পিকনিক, জন্মদিনের পার্টি থেকে প্রি ওয়েডিং ফোটোশ্যুট! কোথায় সম্ভব হল এই অসম্ভব!

Last Updated:

Crematorium: এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে৷ এখন পিকনিক, প্রি ওয়েডিং ফোটো শ্যুট চলছে৷ এমনকি, জন্মদিনের পার্টিও করা হয় এখানে

এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে
এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে
বনসকণ্ঠ : শ্মশান নিয়ে মানুষের মনে ধূসর চিন্তাধারা আছে, তা পাল্টে দিচ্ছে গুজরাতের বনসকণ্ঠ জেলা৷ এই জেলার দিশা শ্মশানঘাটের কথা সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে৷ মানুষের গতধরা চিন্তাধারাকে পাল্টে দিচ্ছে নতুন ভাবনা৷ ১৪ বিঘা জমি জুড়ে বিস্তৃত দিশা শ্মশানঘাট প্রিয়জনের চিরঘুমের ঠিকানা ঠিকই৷ কিন্তু অন্যদিকে এর সৌন্দর্যও নানাভাবে মানুষকে আকর্ষণ করছে৷ এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে৷ এখন পিকনিক, প্রি ওয়েডিং ফোটো শ্যুট চলছে৷ এমনকি, জন্মদিনের পার্টিও করা হয় এখানে৷
বনস নদীর তীরে দিশা শ্মশানঘাটের প্রবেশদ্বার রিসর্টের মতোই৷ গম্বুজের মতো আকারবিশিষ্ট এই শ্মশানঘাটে একটি ক্ষেত্রে আলাদা রাখা হয়েছে শিশুমৃত্যুর জন্য৷ এছাড়াও এখানে তৈরি করা হচ্ছে প্রার্থনার ঘর, লাইব্রেরি, বড় বাগান, বাচ্চাদের খেলার জায়গা, স্মৃতিচারণের জায়গা-সহ অন্যান্য নানা সুযোগ সুবিধা৷ গ্রামীণ সভ্যতা ও সংস্কৃতিকেও ভুলে যাননি নির্মাতারা৷ গ্রামীণ সংস্কৃতির হাতে আঁকা ছবি রয়েছে সেখানে৷ এছাড়াও বৃষ্টির জল ধরে রেখে কৃষিকাজের জন্য আছে পাতকুয়োও৷
advertisement
advertisement
শ্মশানঘাটের দুটি অংশ৷ সেভাবেই করা হয়েছে পরিকল্পনা৷ একটি অংশ করা হবে মূল শেষকৃত্য৷ অন্য অংশ নির্ধারিত পিকনিকের জন্য৷ সাজসজ্জার জন্য এই শ্মশানঘাট জনপ্রিয় হয়ে উঠছে সকলের কাছে৷ তাঁদের আনন্দ উদযাপনের জন্য৷ কাজ সম্পূর্ণ না হলেও অনেকেই ভিড় করছেন এই অভিনব নির্মাণ দেখতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crematorium: শ্মশানে পিকনিক, জন্মদিনের পার্টি থেকে প্রি ওয়েডিং ফোটোশ্যুট! কোথায় সম্ভব হল এই অসম্ভব!
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement