Crematorium: শ্মশানে পিকনিক, জন্মদিনের পার্টি থেকে প্রি ওয়েডিং ফোটোশ্যুট! কোথায় সম্ভব হল এই অসম্ভব!

Last Updated:

Crematorium: এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে৷ এখন পিকনিক, প্রি ওয়েডিং ফোটো শ্যুট চলছে৷ এমনকি, জন্মদিনের পার্টিও করা হয় এখানে

এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে
এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে
বনসকণ্ঠ : শ্মশান নিয়ে মানুষের মনে ধূসর চিন্তাধারা আছে, তা পাল্টে দিচ্ছে গুজরাতের বনসকণ্ঠ জেলা৷ এই জেলার দিশা শ্মশানঘাটের কথা সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে৷ মানুষের গতধরা চিন্তাধারাকে পাল্টে দিচ্ছে নতুন ভাবনা৷ ১৪ বিঘা জমি জুড়ে বিস্তৃত দিশা শ্মশানঘাট প্রিয়জনের চিরঘুমের ঠিকানা ঠিকই৷ কিন্তু অন্যদিকে এর সৌন্দর্যও নানাভাবে মানুষকে আকর্ষণ করছে৷ এখনও পর্যন্ত ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে৷ এখন পিকনিক, প্রি ওয়েডিং ফোটো শ্যুট চলছে৷ এমনকি, জন্মদিনের পার্টিও করা হয় এখানে৷
বনস নদীর তীরে দিশা শ্মশানঘাটের প্রবেশদ্বার রিসর্টের মতোই৷ গম্বুজের মতো আকারবিশিষ্ট এই শ্মশানঘাটে একটি ক্ষেত্রে আলাদা রাখা হয়েছে শিশুমৃত্যুর জন্য৷ এছাড়াও এখানে তৈরি করা হচ্ছে প্রার্থনার ঘর, লাইব্রেরি, বড় বাগান, বাচ্চাদের খেলার জায়গা, স্মৃতিচারণের জায়গা-সহ অন্যান্য নানা সুযোগ সুবিধা৷ গ্রামীণ সভ্যতা ও সংস্কৃতিকেও ভুলে যাননি নির্মাতারা৷ গ্রামীণ সংস্কৃতির হাতে আঁকা ছবি রয়েছে সেখানে৷ এছাড়াও বৃষ্টির জল ধরে রেখে কৃষিকাজের জন্য আছে পাতকুয়োও৷
advertisement
advertisement
শ্মশানঘাটের দুটি অংশ৷ সেভাবেই করা হয়েছে পরিকল্পনা৷ একটি অংশ করা হবে মূল শেষকৃত্য৷ অন্য অংশ নির্ধারিত পিকনিকের জন্য৷ সাজসজ্জার জন্য এই শ্মশানঘাট জনপ্রিয় হয়ে উঠছে সকলের কাছে৷ তাঁদের আনন্দ উদযাপনের জন্য৷ কাজ সম্পূর্ণ না হলেও অনেকেই ভিড় করছেন এই অভিনব নির্মাণ দেখতে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crematorium: শ্মশানে পিকনিক, জন্মদিনের পার্টি থেকে প্রি ওয়েডিং ফোটোশ্যুট! কোথায় সম্ভব হল এই অসম্ভব!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement