Viral Coolie: কোনও ডিগ্রি ছাড়াই গয়া স্টেশনের কুলি বলছেন ঝরঝরে ইংরেজি! সুপার ভাইরাল

Last Updated:

গয়ার শিবকুমার গুপ্ত (Shiv Kumar Gupta), যাঁর বয়স প্রায় ৭০ বছর, পেশায় কুলি (English speaking Coolie)।

#গয়া: প্রতিভা প্রকাশের জন্য কোনও বয়সের প্রয়োজন নেই৷ কিছু শেখার তাগিদ এবং সাহস থাকলে বয়স তো সংখ্যা মাত্র৷ এটা আরও একবার প্রমাণ করে দিলেন গয়ার এক কুলি (Gaya Station Coolie), যিনি স্টেশনে মাল ওঠানোর কাজ করেন৷ ৭০ বছর বয়সি শিব কুমার গুপ্ত (Shiv Kumar Gupta, Coolie), যিনি বিহারের গয়া জংশনে কুলি হিসেবে কাজ করেন, তিনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন৷ তাই তো সাধারণ মানুষ তাঁকে ইংলিশ কুলি ম্যান নামে চেনেন। বিষয়টি হল শিব কুমার গুপ্তর কোন শিক্ষা বা কোন ডিগ্রি নেই, কোনও স্পোকেন ইংলিশ ক্লাসেও তিনি ঢুঁ মারেননি কখনও৷ তা স্বত্ত্বেও তাঁর ঝরঝরে ইংরেজিতে কথা অবাক করবে অনেককেই৷ তাই তো তিনি ভাইরাল (Viral English speaking coolie)৷
advertisement
হাতে ইংরেজি সংবাদপত্র, ঝরঝরে ইংরেজিতে কথা, গয়া স্টেশনে গেলে চোখে পড়বে এমন কুলির৷ গয়ার শিবকুমার গুপ্ত, যাঁর বয়স প্রায় ৭০ বছর, পেশায় কুলি। শরীর এখন ধীরে ধীরে অক্ষম হয়েছে কিছুটা কিন্তু বার্ধক্যের সাথে তারা আরও বেড়েছে মনের জোর৷ শিবকুমার গুপ্ত (Shiv Kumar Gupta helps other by speaking English) বলেন যে তিনি একজন কুলির কাজ করেন, কিন্তু সবার আগে তিনিই সেই ব্যক্তি যিনি মানুষের কাজে লাগতে পারেন। জীবনে এর চেয়ে বড় কিছু নেই। শিব কুমার গুপ্ত একজন সাধারণ কুলি হলেও তাঁর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যদিও সাধারণ কুলিরা ঠিকমতো হিন্দি বোঝে না, শিবকুমার গুপ্ত কোন ডিগ্রি ছাড়াই ইংরেজিতে কথা (Porter speaking English without any degree) বলতে পারেন৷ ফলে কোনও বিদেশি পর্যটক গয়ায় এলে, তিনি তাঁদের সাহায্য করতে পারেন অনায়াসে৷ বা অন্যান্য কুলিদের হয়েও দরদাম ঠিক করতে পারেন৷
advertisement
যখনই কোনও বিদেশি পর্যটক গয়া স্টেশনে পৌঁছান (Gaya Station)  এবং যারা হিন্দি বোঝেন না, তখন ডাক পড়ে শিবকুমার গুপ্তর৷ তাদের পণ্য সরবরাহের পাশাপাশি শিবকুমার গুপ্ত তাদের সুবিধামতো গাইড (English speaking coolie guides other porters) করতে পারেন৷ এটাই তাঁর জীবনের সব থেকে বড় পাওয়া, মানেন শিব কুমার৷ তাঁর ব্যবহারের কারণে মানুষ তাঁকে খুব পছন্দ করেন। তিনি বলেছিলেন যে, এই কারণে বহু মানুষ প্রায়ই তাঁকে জিজ্ঞাসা না করে উপহার দেন। তাঁকে ইংরেজি কুল ম্যান (Engregi coolie man) হিসেবে খুবই ভালবাসেন৷
advertisement
শিব কুমার আরও বলেন যে, আমার কোন শিক্ষা বা ডিগ্রি নেই, তবুও আমি ইংরেজি বলতে শিখেছি (Without degree porter speaks English)৷ গয়া জংশনে কর্মরত কুলি সুরজ দেব চন্দ্রবংশী জানান, শিবকুমার গুপ্তকে বাবা বলা হয়, তারপর তাকে ইংরেজি কুলি ম্যান নামে ডাকা হয়। তিনি সবাইকে সাহায্য করেন৷ যখন অন্যান্য কুলিরা কিছু বুঝতে পারেন না, তখন তারা শিবকুমার বাবার কাছে ছুটে যান। এভাবে সকলের পাশে দাঁড়ান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Coolie: কোনও ডিগ্রি ছাড়াই গয়া স্টেশনের কুলি বলছেন ঝরঝরে ইংরেজি! সুপার ভাইরাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement