Viral Video in Saree: শাড়ি পরেই পা উপরে মাথা নিচে! এমনই মহিলার কাণ্ড, সুপার ভাইরাল ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এমনভাবে তাঁকে দেখে সকলেই অবাক, তাই তো ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে...
#নয়াদিল্লি: দেশে প্রতিভার অভাব নেই৷ আর সেই সব কখনও টিভির রিয়ালিটি শোয়ের মাধ্যমে উঠে আসে তো কখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ইদানিং সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্যালেন্ট উঠে আসে সহজে৷ আর তা ভাইরালও হয় মুহূর্তে৷ এমনই এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে যিনি শাড়ি পরেই খাচ্ছেন ঘুরপাক! মানে শাড়ি পরেই মাথা নিচে, পা উপরে করে দিচ্ছেন ডিগবাজি৷ একবার নয়, বারবার! আর তা দেখেই চোখ কপালে সকলের! ব্যাস এমন ভিডিও তো তুমুল গতিতে ভাইরাল৷
advertisement
আধুনিক যুগের অনেক মহিলার কাছে শাড়ি পরাটাই খুব কষ্টে কাজ৷ অনেকে শাড়ি ঠিক মতো পরতে পারেন না, বা পরতে পছন্দ করেন না৷ আবার কেউ শাড়িতে খুব বেশি সচ্ছ্বন্দ বোধ করেন না৷ কর্মক্ষেত্রের জন্য তো বটেই, অনেক মহিলাই শাড়ি না পরে, অন্য পোশাকে বেশ সাবলীল থাকেন৷ আর এমন সময় মিশা শর্মা বিন্দাস শাড়ি পরেই করছেন জিমনাস্টিক! লাল শাড়িতে তিনি একের পর এক ডিগবাজি দিয়ে যাচ্ছেন৷ একেবারে অনায়াসে৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই শেয়ার করেছেন এই ভিডিও৷ প্রচুর ভিউ পাওয়ার পর সকলকে ধন্যবাদও জানিয়েছেন মিশা৷
advertisement
advertisement
তিনি যেভাবে উল্টে যাচ্ছেন তাকে ব্যাকফ্লিপ বলে৷ এবং এর জন্য পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে যায় শরীর৷ এর প্রকার হাওয়ায় ভেসেই থাকতে হয়৷ এর জন্য দুরন্ত ফিট শরীর প্রয়োজন৷ মিশা এ ব্যাপারে খুবই পারদর্শী৷ তিনি অত্যন্ত সঠিকভাবেই একের পর এক ব্যাকফ্লিপ করে চলেছেন৷ বোঝাই যাচ্ছে এই কর্মকাণ্ডে তিনি মাস্টার! তাঁর ইনস্টাগ্রামে এমন আরও অনেক ভিডিও রয়েছে৷ তবে মিশা বেশি চর্চিত হচ্ছেন শাড়ি পরে এই স্ট্যান্ট করার জন্য৷ সত্যিই এই ভিডিওটি অনবদ্য এবং একই সঙ্গে মিশা শর্মারও প্রশংসা না করে পারা যায় না৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2021 9:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video in Saree: শাড়ি পরেই পা উপরে মাথা নিচে! এমনই মহিলার কাণ্ড, সুপার ভাইরাল ভিডিও