Nolen Gur: শীতে খেজুর গুড়-পাটালি তো খাচ্ছেন? অজান্তে শরীরে কী ঢুকছে জানেন? শুনলে চমকে যাবেন!

Last Updated:

Nolen Gur: খাবার নিয়ে অসাধু চক্র প্রতিমুহূর্তে সক্রিয় থাকছে। অন্যদিকে খাদ্য নিয়ন্ত্রক সংস্থার নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। বাজারে ভেজাল করবার জন্য রং গন্ধ রমরমে বিক্রি হচ্ছে। সেটা কিনে নিয়ে ভেজাল করছে ওই চক্র। সেটাতে রাস টানবে কে?

শীতকালে বাঙালি গুড় কিংবা পাটালি জাতীয় মিষ্টি খুব ব্যবহার করে।শীত পড়লেই শিউলিরা খেজুরের রস পেড়ে গুড় বানায় ও পাটালি তৈরি করে।যার ফলে এই সময় চিনির চাহিদা একেবারে কমে যায়।বাঙালির কাছে গুড় অনেকটা প্রিয় খাবার।কিন্তু বেশ কিছু বছর ধরে যে রকম ভাবে খেজুর গাছের সংখ্যা কমেছে, সঙ্গে শিউলিদের সংখ্যাও কমেছে। এখন প্রশ্ন, কোথা থেকে আসছে এত গুড় কিংবা পাটালি? অন্যদিকে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে নলেন গুড়। এগুলোর মধ্যে বেশিরভাগই ভেজাল বলে দাবি বেশ কিছু বিক্রেতাদের।
রসের যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি। তাই চিনির ওপর ভরসা করে তৈরি হচ্ছে গুড়। বাজারে খেজুর গুড়ের গন্ধ ,আখের গুড়ের গন্ধ ,নলেন গুড়ের গন্ধ ও রং সবই পাওয়া যায়। তাই চাহিদা মেটাতে এক প্রকারের অসাধু ব্যবসায়ীরা রং এবং গন্ধ মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড়। যা খেলে মানুষের মুখের স্বাদ মেটে, কিন্তু শরীরের ক্ষতি হয় অনেকটাই।
advertisement
advertisement
খেজুর রসের গুড় থেকে পাটালি তৈরি করলে সেটা অনেকটাই নরম থাকে।যদি চিনির রস ফুঁটিয়ে রং গন্ধ মিশিয়ে অন্য কিছু ব্যবহার করে পাটালি তৈরি করা হয় ,সেক্ষেত্রে পাটালি বেশ শক্ত হয়।খাবারে রং মেশানো নিয়ে খাদ্য গুণমান নিয়ন্ত্রক সংস্থাগুলো নানাভাবে বারণ করা সত্ত্বেও এখনও পর্যন্ত ভেজাল তৈরি হচ্ছে। দেখবেন বাজারে নলেন গুড় দু- তিন ধরনের দামে বিক্রি হয়।
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, নলেন গুড় দু-তিন ধরনের হতে যাবে কেন?  এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস বলেন,’ গুড়ের চাহিদার তুলনায় রস সংগ্রহ অনেক কমেছে। সেই জায়গায় মাঝে মাঝে খবর পাওয়া যায় চিনির রসের সঙ্গে রং, গন্ধ মিশিয়ে পাটালি তৈরি হচ্ছে। এমনিতেই কৃত্রিম রাসায়নিক রং ও গন্ধ মেশালে তা থেকে মানুষের শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে। সব থেকে বড় কথা ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই কৃত্রিম রং, গন্ধ ব্যবহার না করাই ভাল।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nolen Gur: শীতে খেজুর গুড়-পাটালি তো খাচ্ছেন? অজান্তে শরীরে কী ঢুকছে জানেন? শুনলে চমকে যাবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement