‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের

Last Updated:

ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক এনেছেন ছাত্রীর বাবা মা৷ অভিযোগ, পড়ুয়াকে মানসিক হেনস্থা (বুলিং) করা হত স্কুলে৷ কিন্তু বারবার শিক্ষক শিক্ষিকাদের সেই অভিযোগ জানিয়েও কোনও ফল হয় নি৷

‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের  Image News 18
‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের Image News 18
জয়পুর: স্কুলে হেনস্থার অভিযোগ৷ আত্মঘাতী ৯ বছরের ছাত্রী৷ জয়পুরের একটি স্কুলের চার তলা থেকে ঝাঁপ দেয় চতুর্থ শ্রেণির পড়ুয়া৷ তৎক্ষণাৎ পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক এনেছেন ছাত্রীর বাবা মা৷ অভিযোগ, পড়ুয়াকে ‘বুলিং’ করা হত স্কুলে৷ কিন্তু বারবার শিক্ষক শিক্ষিকাদের সেই অভিযোগ জানিয়েও কোনও ফল হয় নি৷
সূত্রের খবর, ১ নভেম্বর স্কুলের চার তলা, প্রায় ৪৮ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেয় পড়ুয়া৷ মাত্র ৯ বছরের পড়ুয়ার ঝাঁপ দেওয়ার আগে রেলিংয়ে ওঠার শিহরণ জাগানো সিসিটিভি ফুটেজ সামনে এসেছে৷ তবে ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তাদের সন্তানের সমস্যা নিয়ে নির্লিপ্ত থাকার অভিযোগ এনেছেন মৃত ছাত্রীর বাবা মা৷
মৃত ছাত্রীর মায়ের অভিযোগ তিনি বারবার স্কুলে জানিয়েছিলেন সমস্যার কথা৷ কিন্তু বুলিংয়ের অভিযোগের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি স্কুল৷ ছাত্রীর বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি প্যারেন্ট-টিচার মিটিংয়ে একটি ছেলেকে তার মেয়ের দিকে ইঙ্গিত করতে দেখেছিলেন। ঘটনাটি ক্লাস টিচারকে জানালেও তিনি উপেক্ষা করেছিলেন৷ বাবার আরও অভিযোগ, ওই শিক্ষক উল্টে তাঁকে বলেন যে মেয়েকে (মৃত ছাত্রীকে) বুঝতে হবে এটা কো-এড স্কুল৷ ঘটনার পুলিশী তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মৃত ছাত্রীর বাবা মা৷
advertisement
advertisement
এমন একটি নয়, ছাত্রীর বাবা মায়ের অভিযোগ প্রায় ১ বছর ধরেই স্কুলে ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছিল তাদের সন্তান৷ ছাত্রীর মা জানান, হোয়্যাটসঅ্যাপে ভয়েস নোট করে মাকে প্রায় ১ বছর আগে পাঠিয়েছিল ছাত্রী৷ ওই ভয়েসে ছাত্রীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ‘‘আমি স্কুলে যেতে চাই না…আমায় পাঠিও না৷’’
advertisement
মায়ের অভিযোগ এই রেকর্ডিং স্কুলে ক্লাস টিচারকে পাঠিয়েছিলেন ছাত্রীর মা৷ তাঁর আশা ছিল এর পর হয়তো কোনও পদক্ষেপ গ্রহণ করবে স্কুল৷ কিন্তু অভিযোগ এরপরও স্কুল কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ বাবা মায়ের অভিযোগ তাঁরা একাধিকবার অভিযোগ জানালেনও স্কুল নির্লিপ্ত থেকেছে৷ এমনকী অভিযোগ, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মৃত্যুর দিন ছাত্রী প্রায় চারবার শিক্ষকদের কাছে গিয়ে অভিযোগ করে৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
advertisement
জানা গিয়েছে যে ছাত্রীর মৃত্যুর দিনও, তাকে প্রচুর জনে বুলিং করেছিল৷ বিষয়টি আবার উপেক্ষা করা হয়েছিল, ফলে ক্লাস থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় ছাত্রী৷ এমনকী শিক্ষকরাও স্বীকার করেছেন যে ছাত্রী হেনস্থার অভিযোগ করেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement