‘স্কুলে পাঠিও না মা...,’ এক বছর ধরে চলে মানসিক নিগ্রহ ! সহ্য করতে না পেরে জয়পুরে ঝাঁপ ক্লাস ফোরের ছাত্রীর, শিক্ষকদের বিরুদ্ধে বড় অভিযোগ বাবা মায়ের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক এনেছেন ছাত্রীর বাবা মা৷ অভিযোগ, পড়ুয়াকে মানসিক হেনস্থা (বুলিং) করা হত স্কুলে৷ কিন্তু বারবার শিক্ষক শিক্ষিকাদের সেই অভিযোগ জানিয়েও কোনও ফল হয় নি৷
জয়পুর: স্কুলে হেনস্থার অভিযোগ৷ আত্মঘাতী ৯ বছরের ছাত্রী৷ জয়পুরের একটি স্কুলের চার তলা থেকে ঝাঁপ দেয় চতুর্থ শ্রেণির পড়ুয়া৷ তৎক্ষণাৎ পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ ঘটনায় স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক এনেছেন ছাত্রীর বাবা মা৷ অভিযোগ, পড়ুয়াকে ‘বুলিং’ করা হত স্কুলে৷ কিন্তু বারবার শিক্ষক শিক্ষিকাদের সেই অভিযোগ জানিয়েও কোনও ফল হয় নি৷
সূত্রের খবর, ১ নভেম্বর স্কুলের চার তলা, প্রায় ৪৮ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেয় পড়ুয়া৷ মাত্র ৯ বছরের পড়ুয়ার ঝাঁপ দেওয়ার আগে রেলিংয়ে ওঠার শিহরণ জাগানো সিসিটিভি ফুটেজ সামনে এসেছে৷ তবে ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তাদের সন্তানের সমস্যা নিয়ে নির্লিপ্ত থাকার অভিযোগ এনেছেন মৃত ছাত্রীর বাবা মা৷
মৃত ছাত্রীর মায়ের অভিযোগ তিনি বারবার স্কুলে জানিয়েছিলেন সমস্যার কথা৷ কিন্তু বুলিংয়ের অভিযোগের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি স্কুল৷ ছাত্রীর বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি প্যারেন্ট-টিচার মিটিংয়ে একটি ছেলেকে তার মেয়ের দিকে ইঙ্গিত করতে দেখেছিলেন। ঘটনাটি ক্লাস টিচারকে জানালেও তিনি উপেক্ষা করেছিলেন৷ বাবার আরও অভিযোগ, ওই শিক্ষক উল্টে তাঁকে বলেন যে মেয়েকে (মৃত ছাত্রীকে) বুঝতে হবে এটা কো-এড স্কুল৷ ঘটনার পুলিশী তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মৃত ছাত্রীর বাবা মা৷
advertisement
advertisement
এমন একটি নয়, ছাত্রীর বাবা মায়ের অভিযোগ প্রায় ১ বছর ধরেই স্কুলে ক্রমাগত হেনস্থার শিকার হচ্ছিল তাদের সন্তান৷ ছাত্রীর মা জানান, হোয়্যাটসঅ্যাপে ভয়েস নোট করে মাকে প্রায় ১ বছর আগে পাঠিয়েছিল ছাত্রী৷ ওই ভয়েসে ছাত্রীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ‘‘আমি স্কুলে যেতে চাই না…আমায় পাঠিও না৷’’
advertisement
মায়ের অভিযোগ এই রেকর্ডিং স্কুলে ক্লাস টিচারকে পাঠিয়েছিলেন ছাত্রীর মা৷ তাঁর আশা ছিল এর পর হয়তো কোনও পদক্ষেপ গ্রহণ করবে স্কুল৷ কিন্তু অভিযোগ এরপরও স্কুল কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ বাবা মায়ের অভিযোগ তাঁরা একাধিকবার অভিযোগ জানালেনও স্কুল নির্লিপ্ত থেকেছে৷ এমনকী অভিযোগ, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মৃত্যুর দিন ছাত্রী প্রায় চারবার শিক্ষকদের কাছে গিয়ে অভিযোগ করে৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
advertisement
জানা গিয়েছে যে ছাত্রীর মৃত্যুর দিনও, তাকে প্রচুর জনে বুলিং করেছিল৷ বিষয়টি আবার উপেক্ষা করা হয়েছিল, ফলে ক্লাস থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় ছাত্রী৷ এমনকী শিক্ষকরাও স্বীকার করেছেন যে ছাত্রী হেনস্থার অভিযোগ করেছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 12:17 PM IST

