Donald Trump: ‘কেউ যাবে না,’ শ্বেতাঙ্গ অত্যাচারের অভিযোগ তুলে স্পষ্ট জানালেন ট্রাম্প, দক্ষিণ আফ্রিকায় G20, বয়কট করল আমেরিকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump: আমেরিকার কোনও সরকারি কর্মকর্তা দক্ষিণ আফ্রিকায় আসন্ন G20 সম্মেলনে যোগ দেবেন না। ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন: আমেরিকার কোনও সরকারি কর্মকর্তা দক্ষিণ আফ্রিকায় আসন্ন G20 সম্মেলনে যোগ দেবেন না। ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগ তুললেন তিনি। যদিও প্রিটোরিয়া এই অভিযোগ আগেই খারিজ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমেরিকার সম্পর্ক বেশ তিক্ত পর্যায়ে পৌঁছেছে। সে দেশে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আসছে আমেরিকা। এবার সেই অভিযোগ তুললেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।
advertisement
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প পোস্ট করে লিখেছেন, ‘‘এটি লজ্জাজনক যে G20 দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে৷ আফ্রিকানদের (ডাচ, ফ্রেঞ্চ এবং জার্মান অভিবাসী এবং তাদের বংশধর) হত্যা করা হচ্ছে৷ তাদের জমিজমা অবৈধভাবে কেড়ে নেওয়া হচ্ছে৷’’ ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে তিনি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে তার নিজস্ব গলফ রিসোর্টে মিয়ামি, ফ্লোরিডায় G20 সম্মেলনের আয়োজন করার জন্য অপেক্ষা করছেন।
advertisement

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘”যতক্ষণ না এই মানবাধিকার লঙ্ঘনগুলি অব্যাহত থাকবে ততক্ষণ কোন মার্কিন সরকারী কর্মকর্তা অংশগ্রহণ করবে না। আমি মিয়ামি, ফ্লোরিডায় ২০২৬ G20 আয়োজন করার জন্য অপেক্ষা করছি!”
প্রসঙ্গত, ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই মাসের শেষে বিশ্বের শীর্ষস্থানীয় এবং উদীয়মান অর্থনীতির বার্ষিক সমাবেশে ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করবেন। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় যাবেন না ভাইস প্রেসিডেন্ট৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 9:47 AM IST

