নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে অধরা বিডিও, ১২ দিন কেটে গেলেও বিডিও অধরা! সিসিটিভি ফুটেজে নতুন সূত্র
- Published by:Tias Banerjee
- Reported by:Anup Chakraborty
Last Updated:
স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন এখনও অধরা. পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ ও অশোক করের জিজ্ঞাসাবাদে তদন্ত এগোলেও মূল অভিযুক্তের অবস্থান অজানা।
স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনে অধরা। পুলিশ সূত্রে খবর, তদন্তে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে, তবু মূল অভিযুক্তের অবস্থান রহস্যই রয়ে গিয়েছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল এবং আশপাশের সমস্ত এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে বিডিওর গাড়ির গতিবিধি স্পষ্টভাবে ধরা পড়েছে বলে সূত্রের খবর। সেই ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে ঘটনার দিন থেকে ঠিক কোন কোন পথে যাতায়াত হয়েছিল।
advertisement
advertisement
বিধাননগর দক্ষিণ থানা এবং বিধাননগর গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে দত্তাবাদ এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সামনে এসেছেন অশোক কর—বিডিওর ফ্ল্যাটে কর্মরত অভিযুক্ত চোর। ঘটনার দিন বিডিওর ফ্ল্যাটে ঠিক কী ঘটেছিল, তা জানার জন্য অশোক করকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, খুনের দিন বিডিও ছাড়াও আরও কয়েকজন ফ্ল্যাটে উপস্থিত ছিল। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই তিনজনকে শনাক্ত করা গিয়েছে বলে সূত্রে খবর, এবং তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
বিধাননগর গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিডিও প্রশান্ত বর্মনের সমস্ত সম্ভাব্য গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।
সবমিলিয়ে, স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক নয়া তথ্য মিললেও, অধরা অভিযুক্ত বিডিও এখনও পুলিশের নাগালের বাইরে—এটাই এখন তদন্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 11:56 AM IST

