Women College: বাংলার গর্ব! ভারতীয় ডাক বিভাগের স্পেশ্যাল কভারে জায়গা পেল এই মহিলা কলেজ! কী কারণে জানেন?

Last Updated:

Women College: টানা ৬৭ বছর ধরে নারী শিক্ষায় অসামান্য অবদান রেখে এগিয়ে যাওয়ার পুরস্কার স্বরূপ মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের প্রতি ভারতীয় ডাক বিভাগ এই বিশেষ সম্মান প্রদর্শন করেছে।

বাংলার গর্ব এই কলেজ
বাংলার গর্ব এই কলেজ
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: ভারতীয় ডাক বিভাগের একটি ‘স্পেশ্যাল কভার’ (Special Cover)- এ জায়গা পেল মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়। কলেজের (রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের) ডঃ বি.সি রায় মেমোরিয়াল অডিটোরিয়ামে এই ‘স্পেশাল কভার’ উন্মোচিত হয়।
টানা ৬৭ বছর ধরে নারী শিক্ষায় অসামান্য অবদান রেখে এগিয়ে যাওয়ার পুরস্কার স্বরূপ মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের প্রতি ভারতীয় ডাক বিভাগ এই বিশেষ সম্মান প্রদর্শন করেছে বলে জানিয়েছেন ভারতীয় ডাক বিভাগের সাউথ বেঙ্গল রিজিয়নের (South Bengal Region) পোস্টমাস্টার জেনারেল শশী সালিনী কুজুর।
advertisement
advertisement
তিনি জানিয়েছেন, “মেদিনীপুরের এই মহিলা মহাবিদ্যালয় সেই ১৯৫৭ সাল থেকে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে চলেছে। একের পর এক নতুন কীর্তি স্থাপন করছে। তাই ডাক বিভাগের এই বিশেষ খাম বা স্পেশাল কভারে কলেজের (গোপ প্যালেসের) ছবি সহ সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই এবার তা পৌঁছে যাবে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়।” এই বিশেষ খাম বা স্পেশ্যাল কভার কলেজ কর্তৃপক্ষ এনভেলপ (খাম) হিসেবেও ব্যবহার করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
advertisement
এদিনের অনুষ্ঠানে পোস্ট মাস্টার জেনারেল ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, মেদিনীপুর পোস্টাল ডিপার্টমেন্টের এসএসপিও রতিকান্ত সোয়াইন, কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা প্রমুখ। ভারতীয় ডাক বিভাগের এই অনন্য স্বীকৃতিতে আপ্লুত ড. লাহা বলেন, “প্রথম যখন ওঁদের তরফে যোগাযোগ করে এই বিষয়ে আমাকে জানানো হয়, আমি রীতিমত শিহরিত হয়েছিলাম। সত্যিই এ এক অভূতপূর্ব সম্মান! যা আমাদের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হলো। জেলার মধ্যে প্রথম এই মহিলা মহাবিদ্যালয় এই সম্মানে ভূষিত হল। ফলে স্বভাবতই গর্বিত এই মহাবিদ্যালয়ের ছাত্রীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Women College: বাংলার গর্ব! ভারতীয় ডাক বিভাগের স্পেশ্যাল কভারে জায়গা পেল এই মহিলা কলেজ! কী কারণে জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement