Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রা কাটছাঁট করে দিল্লিতে ফিরছেন রাহুল, জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা কাটছাঁট করে জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে যাচ্ছেন রাহুল গান্ধি
ফালাকাটা: ফালাকাটার টাউন ক্লাব ময়দানে সেখানে আজ যাচ্ছেন না রাহুল গান্ধি। কোচবিহারের খাগড়াবাড়ি থেকে আলিপুরদুয়ারে হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে দিল্লি উড়ে যাচ্ছেন। হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে আকাশপথে দিল্লি উড়ে যাচ্ছেন। ইতিমধ্যে বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা কাটছাঁট করে জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে যাচ্ছেন রাহুল গান্ধি।
advertisement
জানা গিয়েছে, দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর। তাই জন্য তিনি দিল্লি উড়ে যাচ্ছেন। জানা গিয়েছে, ২৬ জানুয়ারি দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে রাহুল গান্ধির। আবার ২৮ জানুয়ারি সকাল বেলায় ফালাকাটার টাউন ক্লাবে কংগ্রেসের ন্যায় যাত্রায় তিনি অংশগ্রহণ করবেন। ফলে আপাতত কোচবিহার থেকে ন্যায়যাত্রা ২৬ এবং ২৭ তারিখ দুইদিন স্থগিত থাকবে।
advertisement
কংগ্রেস সূত্রে খবর, বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন রাহুল গান্ধি। তবে তিনি ২৭ এবং ২৮ তারিখ ফিরবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ এই তথ্য দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, “ভারত জোড়ো, ন্যায় যাত্রায় অংশগ্রহণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত পাঁচ মিনিটের জন্য আসুন তিনি।” তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানালেন কংগ্রেস নেতা।
advertisement
রাজকুমার কর্মকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 1:52 PM IST