KMC Elections 2021: বিধানসভার প্ল্যানেই কলকাতা পুরসভা, প্রতি ওয়ার্ডের 'তুরুপের তাসে' নজর তৃণমূলের!

Last Updated:

KMC Elections 2021: কলকাতা পুর এলাকায় সর্বোচ্চ মহিলা ভোটার রয়ছে ৬৬ নম্বর ওয়ার্ডে। ৪৪ হাজার ৬৪৩ জন। আর, সবচেয়ে কম মহিলা ভোটার আছে ৪৯ নম্বর ওয়ার্ডে, ৪ হাজার ৪১৮ জন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট যা ভোট পড়বে তার ছয় ভাগের এক ভাগ ভোট না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে গণ্য করা হয়৷ সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার সময় জামানত হিসাবে যে টাকা  প্রার্থী নির্বাচন কমিশনে জমা রাখেন, তা আর ফেরত পাবেন না।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট যা ভোট পড়বে তার ছয় ভাগের এক ভাগ ভোট না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে গণ্য করা হয়৷ সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার সময় জামানত হিসাবে যে টাকা প্রার্থী নির্বাচন কমিশনে জমা রাখেন, তা আর ফেরত পাবেন না।
#কলকাতা: দরজায় কড়া নাড়ছে কলকাতা পুরভোট। আর এই ভোটেও তৃণমূলের তুরুপের তাস হতে চলেছে মহিলা ভোট। কলকাতা পুর এলাকায় মহিলা ভোটার ১৯ লক্ষ ৩০ হাজার ৪৪১ জন। পুরুষ ২১ লাখ ১৭ হাজার ৮৩৮ জন। মোট ভোটার ৪০ লাখ ৪৮ হাজার ৩৫২ জন। অর্থাৎ, মোট ভোটারের প্রায় ৫০ % মহিলা। কলকাতা পুর এলাকায় সর্বোচ্চ মহিলা ভোটার রয়ছে ৬৬ নম্বর ওয়ার্ডে। ৪৪ হাজার ৬৪৩ জন। আর, সবচেয়ে কম মহিলা ভোটার আছে ৪৯ নম্বর ওয়ার্ডে, ৪ হাজার ৪১৮ জন।
ওয়ার্ড ভিত্তিক মহিলা ভোটারের হিসাব:
ওয়ার্ড ১- ৪৩
advertisement
১) ৫ হাজার এর নিচে - ২ টি ওয়ার্ড ( ২২ ও ৪২)
২) ৫ থেকে ১০ হাজার পর্যন্ত - ২৪ টি ওয়ার্ড
৩) ১০ হাজারের বেশি থেকে ১৫ হাজার পর্যন্ত -- ৭ টি ওয়ার্ড
৪) ১৫ হাজারের বেশি ২০ হাজারের কম - ৫ টি ওয়ার্ড
advertisement
৫) ২০ হাজার এর বেশি ৫ টি ওয়ার্ড
ওয়ার্ড ৪৪ থেকে ৮৭
১) নম্বর শ্রেণীতে ৩ টি ওয়ার্ড ( ৪৫, ৪৯ ও ৮৭)
২) নম্বর শ্রেণীতে ১৮ টি ওয়ার্ড
৩) নম্বর শ্রেণীতে ৭ টি ওয়ার্ড
৪) নম্বর শ্রেণীতে ১০ টি ওয়ার্ড
৫) নম্বর শ্রেণীতে ৬ টি ওয়ার্ড
ওয়ার্ড ৮৮ থেকে ১৩১
advertisement
১) নম্বর শ্রেণীতে --- নেই
২) নম্বর শ্রেণীতে -- ৩ টি ওয়ার্ড
৩) নম্বর শ্রেণীতে ১৬ টি ওয়ার্ড
৪) নম্বর শ্রেণীতে ১৬ টি ওয়ার্ড
৫) নম্বর শ্রেণীতে ৯ টি ওয়ার্ড
ওয়ার্ড ১৩২ থেকে ১৪৪
১) নম্বর শ্রেণীতে -- নেই
২) নম্বর শ্রেণীতে -- ৪
৩) নম্বর শ্রেণীতে -- ৭ টি
advertisement
৪) নম্বর শ্রেণীতে -- ২ টি
৫) নম্বর শ্রেণীতে ---নেই
★ এই পরিসংখ্যান থেকে স্পষ্ট
★ কলকাতা পুরসভা এলাকায় মোট ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ২০ টি ওয়ার্ড রয়ছে যেখানে মহিলা ভোটার ২০ হাজারের বেশি।
★ ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে ওয়ার্ড রয়ছে মোট ৬০ টি।
advertisement
★ KMC এলাকায় ছোট, বড় মিলিয়ে বস্তি রয়ছে যেমন, উত্তরে কাশীপুর, বেলগাছিয়া থাকে শুরু করে মানিকতলা পর্যন্ত প্রায় ১৫ টি ওয়ার্ডে। মধ্য কলকাতার এন্টালি, বেলেঘাটা, পার্ক সার্কাস, ট্যাংরা, তপসিয়ার মত এলাকার প্রায় ৭ টি ওয়ার্ডে।
★দক্ষিণ কলকাতার, কালিঘাট, চেতলা, ভবানীপুর, একবালপুর, খিদিরপুর, মেটিয়াব্রুজ এর প্রায় ২০ টির বেশি ওয়ার্ডে
advertisement
★ মমতার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্পের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।
★ রুপশ্রী, কন্যাশ্রীর মত প্রকল্পগুলিও বাড়তি গুরুত্ব পাবে।
★ বাম জামানার বদলের পর বস্তি, কলোনী এলাকার বাম ভোট অনেকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: বিধানসভার প্ল্যানেই কলকাতা পুরসভা, প্রতি ওয়ার্ডের 'তুরুপের তাসে' নজর তৃণমূলের!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement