অবশেষে শহরে জাঁকিয়ে এল শীত !
Last Updated:
এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় ৩ ডিগ্রি নামল শহরে ৷ শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস ৷
#কলকাতা : ডিসেম্বর গড়িয়ে জানুয়ারি মাস পড়ে গেলেও সেভাবে শীতের দেখা যেন কিছুতেই পাওয়া যাচ্ছিল না এশহরে ৷ শেষপর্যন্ত সে এল ৷ আর এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় ৩ ডিগ্রি নামল শহরে ৷আজ, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম ৷ সংক্রান্তির আগেই তাই শীতের দাপট কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৷
কলকাতার পাশাপাশি পারদ নেমেছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। বাঁকুড়ার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল ১১ .৫ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও এখন আরও নিম্নমুখী । জলপাইগুড়ি ৯.১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারের তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ যে এসপ্তাহে দ্রুত নামবে, তার পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবার মকর সংক্রান্তির দিন তাপামাত্রা নেমে যেতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে ৷ তবে শুধু সপ্তাহান্তেই নয়, শহরে শীতের আমেজ এখন থাকবে আগামী বেশ কিছুদিন বলেই হাওয়া অফিস সূত্রে খবর ৷ কারণ কোনওরকম ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্জার সম্ভাবনা এখন আর নেই ৷ মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত ৷ আকাশ তাই পরিষ্কার ৷ উত্তরের কনকনে ঠাণ্ডা হাওয়া ধীরে ধীরে প্রবেশ করছে এরাজ্যেও ৷ তাই ছুটির দিনগুলি তো বটেই, সামনের কয়েকটা দিন শুধুই শীতের আনন্দ নিন জমিয়ে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2017 10:48 AM IST