ভরদুপুরেই যেন রাত হয়ে এল কলকাতায়। প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হল কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে। বুধবার দুপুর দুটোর পর থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। প্রবল বজ্রপাত এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি ২৪ পরগনা, হাওড়াতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে। উত্তরের ৫ জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও (North Bengal Weather Alert) রয়েছে। এবার দক্ষিণবঙ্গের জন্যও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আগেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের (Rain And Thunderstorm) পূর্বাভাসও (Latest Weather Forecast) দিয়েছে আইএমডি (IMD)। সেই মতোই এদিন সকাল থেকেই আকাশের মুখভার ছিল। মেঘের আড়ালে মুখ ঢেকেছিল সূর্যও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টির পাশাপাশি মারাত্মক বজ্রপাতও শুরু হয়েছে। ফলে ফের প্রাণহানীর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে আবেদন করছে। সূত্রের খবর, এই সপ্তাহব্যাপী গোটা রাজ্যে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Published by:Suman Biswas
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।