West Bengal Rain: বর্ষায় বৃষ্টি কম, দক্ষিণবঙ্গে জুনে বৃষ্টির ঘাটতি, বৃষ্টির পরিমান বাড়তে পারে কবে থেকে? জানুন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
জুন মাসে দক্ষিণবঙ্গে ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। এতে চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়তে পারে দাম ৷
কলকাতা: বর্ষা এসে গিয়েছে। তবু প্যাচপ্যাচে গরম। বৃষ্টিতেও ঘাটতি। জুন মাসে দক্ষিণবঙ্গে ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। এতে চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়তে পারে দাম (West Bengal Rain)।
গ্রীষ্মের পরে বর্ষা। কিন্তু, গরমের অস্বস্তি কাটছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিও হচ্ছে না সেভাবে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে গত জুন মাসে বৃষ্টির ঘাটতি ৪৯ শতাংশ। সবচেয়ে কম বৃষ্টি মুর্শিদাবাদে ৷ এই জেলায় জুনে বৃষ্টির ঘাটতি ৬৪ শতাংশ।
কেন দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ঘাটতি ?
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই বছরে দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে দেরিতে। নিম্নচাপও কম হয়েছে। এর জেরেই বৃষ্টি কম।
advertisement
বৃষ্টি কম হওয়ায় দক্ষিণবঙ্গে চিন্তায় কৃষকরা। এখন পাট পচানোর সময়। বৃষ্টির জমানো জলে পাট ভিজিয়ে পচানো হয়। এ ছাড়া, আমন ধানের চাষও শুরু হবে। বৃষ্টি কম হলে চাষে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ৷ ফলন কম হলে দামও বাড়তে পারে ৷
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে সারা রাজ্যেই বৃষ্টির পরিমান বাড়তে পারে। কিন্তু, তাতে কি দক্ষিণবঙ্গে ঘাটতি মিটবে? প্রশ্ন অনেকেরই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 04, 2022 8:20 AM IST










