West Bengal Police: 'শান্তি ফিরেছে, কিন্তু গুজব ছড়ানো হচ্ছে বাইরের রাজ্য থেকেও', মুর্শিদাবাদ নিয়ে কড়া পদক্ষেপ পুলিশের

Last Updated:

West Bengal Police: জাভেদ শামিম জানান, ''খুব শীঘ্রই ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে আনা হবে। মালদহ, মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন সেই কাজ করছে।''

কী বললেন পুলিশকর্তা?
কী বললেন পুলিশকর্তা?
কলকাতা: দীর্ঘ অশান্তির পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় রবিবার থেকে শান্তি ফিরতে শুরু করেছে। পুলিশকে নিয়ে এখনও এলাকায় এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকেরা বারবার জরুরি বৈঠক সেরে নিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, শনিবার বিকেলের পর থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, জঙ্গিপুর শান্তিপূর্ণ আছে। পুলিশ পোস্টিং পিকেটিং চলছে। খুব শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি।
জাভেদ শামিম আরও জানান, ”খুব শীঘ্রই ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে আনা হবে। মালদহ, মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন সেই কাজ করছে। শান্তিপূর্ণ কিন্তু এখনও স্বাভাবিক নয় পরিস্থিতি। কারণ গুজব। সেই কারণে ইন্টারনেট আরও দুদিন বন্ধ রাখা হচ্ছে। গুজব ছড়ানো বন্ধ করাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। যেখানে খবর আসবে, আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।”
advertisement
advertisement
পুলিশ কর্তা রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ”যারা এরপরও এগুলো করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। ভিনরাজ্য থেকে প্রচুর সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে। গ্রেফতারি ২০০ পেরিয়ে গেছে, প্রচুর সুয়ো মোটো কমপ্লেন পুলিশ করেছে। যে যে এসব করবে, যেখানে থাক, দরকার পড়লে পাতাল থেকে খুঁজে এনে আমরা ব্যবস্থা নেব।”
advertisement
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় এখনও ইন্টারনেট পরিষেবা নেই। জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। বেআইনি জমায়েতের অভিযোগে বেশ কিছু এলাকা থেকে রবিবারও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Police: 'শান্তি ফিরেছে, কিন্তু গুজব ছড়ানো হচ্ছে বাইরের রাজ্য থেকেও', মুর্শিদাবাদ নিয়ে কড়া পদক্ষেপ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement