WB Panchayat Election 2023: হাত তুলে নিয়েছে ২ প্রতিবেশী রাজ্য! পঞ্চায়েত ভোটে কোথা থেকে আসবে এত পুলিশ?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ইতিমধ্যেই পার্শ্ববর্তী দুটি রাজ্য পুলিশ পাঠাতে পারবে না বলে নবান্নকে জানিয়ে দিয়েছে। এরপরে আরও দুটি রাজ্যকে চিঠি লিখতে চলেছে রাজ্য৷ তেমনটাই সূত্রের খবর। সেক্ষেত্রে ২০২১-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে রাজ্যে পুলিশ আনা হয়েছিল, সেই প্রসঙ্গ উল্লেখ করে চিঠি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত ভোট। ভোটপর্বের সমাধা হবে এক দফাতেই৷ কিন্তু, রাজ্যজুড়ে প্রায় ৭৩ হাজার আসন, তারও বেশি সংখ্যক বুথ৷ এই সমস্ত বুথে পুলিশি নিরাপত্তা দেওয়া কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে প্রায় সব মহলেই৷ এক দফায় এত সংখ্যক পুলিশ দেওয়া কীভাবে সম্ভব? তবে কি কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কথা ভাবছে রাজ্য? এ প্রশ্নের উত্তরে অবশ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রয়োজন এবং অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে কি অন্য পরিকল্পনা রয়েছে?
সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে অন্যান্য রাজ্যের কাছে পুলিশ চেয়ে আবেদন জানাতে পারে নবান্ন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে ইতিমধ্যেই রাজ্যের সরাষ্ট্র দফতরের এই নিয়ে বৈঠক হয়েছে। বুথ ভিত্তিক নিরাপত্তায় রাজ্যপুলিশ মোতায়েন করলে একদিনে এত সংখ্যক পুলিশ পাওয়া কী ভাবে সম্ভব এখন তা-ই নিয়েই মাথাব্যথা রাজ্য নির্বাচন কমিশনের।
advertisement
advertisement
আরও পড়ুন: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?
ইতিমধ্যেই পার্শ্ববর্তী দুটি রাজ্য পুলিশ পাঠাতে পারবে না বলে নবান্নকে জানিয়ে দিয়েছে। এরপরে আরও দুটি রাজ্যকে চিঠি লিখতে চলেছে রাজ্য৷ তেমনটাই সূত্রের খবর। সেক্ষেত্রে ২০২১-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে রাজ্যে পুলিশ আনা হয়েছিল, সেই প্রসঙ্গ উল্লেখ করে চিঠি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত, আজ থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র গ্রহণ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা গিয়েছে। জানানো হয়েছে, পঞ্চায়েত অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র একটি গাড়ি প্রবেশ করতে পারবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবে শুধুমাত্র দুজন। এই নিয়ম মানা হচ্ছে কিনা, তার জন্য প্রত্যেকটি জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা নজরদারি করবেন।
advertisement
এছাড়া, কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রচার কর্মসূচিতে কোনও বাইক মিছিল চলবে না৷ রাজনৈতিক প্রচারে মোটরবাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ৷
আরও পড়ুন: পঞ্চায়েতের প্রচারে বাইক র্যালি নিয়ে ‘বড়’ নির্দেশ কমিশনের, চার চাকা ব্যবহারেও কড়াকড়ি
এছাড়া, জেলা পরিষদের নির্বাচনে যাঁরা প্রার্থী হবেন, তাঁদের ক্ষেত্রে প্রচারের জন্য একটি করে চার চাকা গাড়ির অনুমতি দেওয়া হবে।
advertisement
Panchayat Election 2023 Date: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের যাঁরা প্রার্থী হবেন, তাঁরা চার চাকা গাড়ি নিয়ে প্রচার করতে পারবেন না। সেক্ষেত্রে, তাঁরা শুধুমাত্র দু’চাকা বা তিন চাকার যানবাহন ব্যবহার করতে পারবেন।
advertisement
যখন কোনও রোড শো হবে, শুধুমাত্র চারটি গাড়িকেই প্রচারের জন্য অনুমতি দেওয়া হবে। রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের এই নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশিকা বিভিন্ন জেলা প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 09, 2023 1:03 PM IST