West Bengal Minister: সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব নিজেই নিলেন মমতা, মন্ত্রিসভায় বড় রদবদল

Last Updated:

West Bengal Minister: গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাম রব্বানী উদ্যান পালন দফতরের দায়িত্ব সামলাবেন।

মন্ত্রিসভায় রদবদল মমতার
মন্ত্রিসভায় রদবদল মমতার
কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। নবান্ন সূত্রে খবর, গোলাম রব্বানিকে সংখ্যালঘু দফতরের মন্ত্রিত্বের পদ থেকে সরানো হচ্ছে। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী নিজে সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিচ্ছেন। সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন তাজমুল হোসেন। গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাম রব্বানী উদ্যান পালন দফতরের দায়িত্ব সামলাবেন।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মলয় ঘটক বলেন, ''বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বোর্ড গঠন করা হল। মূলত তাদের চিহ্নিতকরণ, সমস্যায় পড়লে যাতে রাজ্য মোকাবিলা করতে পারে, সেই কারণেই বোর্ড গঠন করা হল।'' শুধু তাই নয়, মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করা হচ্ছে। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য পরিচালনা করা হবে।''
advertisement
advertisement
মলয় ঘটকের সংযোজন, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যারা অভিযোগ করেছেন তাদের এই ইউনিট দেখবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ আসছিল, তাই এটা তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলেই সরকার ব্যবস্থা নেবে।
advertisement
মলয় ঘটক আরও বলেন, রাজ্যে ২৮৫টি রেজিস্ট্রার্ড চা বাগান আছে। আরও ৩০ হাজার ছোট চা বাগান আছে। এই বাগানগুলোর উপর নিয়ন্ত্রণ ছিল না। এই চা বাগান গুলো এবার নিয়ন্ত্রণে আসবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Minister: সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব নিজেই নিলেন মমতা, মন্ত্রিসভায় বড় রদবদল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement