হোম /খবর /কলকাতা /
'সব বাম নেতাদের মেয়ে-স্ত্রী'রা চাকরি পেয়েছে', বিস্ফোরক মন্ত্রী! সামনে ৫ নামও

Scam: 'সব বাম নেতাদের বাড়ির লোক-স্ত্রী'রা চাকরি পেয়েছে', বিস্ফোরক মন্ত্রী! সামনে ৫ নামও

চাঞ্চল্যকর তথ্য ফাঁস

চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Scam: বাম আমলের চিরকুটে নিয়োগ কি নিয়োগ হত? কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে হাজির ছিলেন ফিরহাদ হাকিম।

  • Share this:

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই পরিস্থিতিতে বিতর্ক উসকে উঠেছে বাম আমলেও নিয়োগে দুর্নীতি হওয়া নিয়ে। নাম উঠেছে সুজন চক্রবর্তীর স্ত্রীরও। এমনকী বাম আমলে কীভাবে চাকরি হত, তা নিয়ে গত কয়েকদিন ধরেই কাঁটাছেড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। দুর্নীতির শিকড় কতটা গভীরে ছিল, তা প্রমাণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাবি করেছেন, তাঁর বাবা অর্থাৎ কমল গুহও বাম আমলে অনেককে চাকরি দিয়েছেন। এবার বাম আমল নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

বাম আমলের চিরকুটে নিয়োগ কি নিয়োগ হত? কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে হাজির ছিলেন ফিরহাদ। সেখানেই এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ''চিরকুট না লিস্ট জানি না। এটা নিশ্চিত যে, বাম আমলে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি হয়েছে। সেই চাকরি না হলে, সব বাম নেতাদের বাড়ির লোক বা স্ত্রী চাকরি পায় কীভাবে? আমরা এ ব্যাপারে নিশ্চিত।''

আরও পড়ুন: নজরে শুভেন্দু গড়, পঞ্চায়েত ভোটের আগেই পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা

সেই সূত্রেই উঠে আসে সারদা সহ চিটফান্ড প্রসঙ্গও। তার দায়ও সিপিআইএম-এর উপরেই চাপিয়েছেন তিনি। বলেন, ''এগুলোর সমস্ত কিছুর সূচনা সিপিএম আমলে।'' প্রসঙ্গত, নারদা চিটফান্ডের সঙ্গে সরাসরি নাম জড়িয়েছে ফিরহাদ হাকিমেরও। তবে, চিটফান্ড দুর্নীতির দায় বাম আমলের উপরেই চাপিয়েছেন কলকাতার মেয়র।

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ, খুন করে রান্না চাপিয়েছিল অলোক! ফাঁসির দাবিতে রণক্ষেত্র তিলজলা

বাম আমলেও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে দলের ঘনিষ্ঠ অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে বলতে গিয়েই গত শনিবার রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাঁর বাবা কমল গুহর আমলে দুর্নীতির অভিযোগ স্বীকার করে নেন। বলেন, “আমার বাবাও যখন বাম আমলে মন্ত্রী ছিলেন, তখন বাবাও অনেকগুলি ডিপার্টমেন্টে চাকরি দিয়েছিলেন। দলের ছেলেদের চাকরি দেওয়ার কাজ আগেও হতো, পরেও হবে।” এরপরই বিরোধিতা তাঁক নিশানা করেন। বলেন, “পিসি-ভাইপোর কাছে ভাল সাজতে নিজের মৃত বাবাকেও ছাড়ছেন না।” তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় উদয়ন। রবিবার সোশ্যাল মিডিয়ায় ৫ জনের নাম তুলে ধরে সুজন চক্রবর্তীকে উদ্দেশ করে ছুঁড়লেন প্রশ্ন। জিজ্ঞেস করলেন, “সুজনবাবু কোটায় চাকরি হতো না? তবে এরা কী করে চাকরি পেয়েছিল? অঞ্জলি সেন, শুক্লা সরকার, বুদ্ধদেব রায়, বিশ্বনাথ রায়, মলয় রায়।”

Published by:Suman Biswas
First published:

Tags: Cpim, Firhad Hakim, Job Scam, TMC