Cigarette: আর দেরি নয়, সিগারেটের দাম বাড়ছেই! জানা গেল তারিখ, মাথায় হাত ধূমপায়ীদের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cigarette: আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম। এর জেরে সিগারেট, গুটখার প্যাকেটের দাম বাড়বে।
ধূমপায়ীদের জন্য বাজেটে খারাপ খবর দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ৷ বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে৷ ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম৷ কিন্তু কবে থেকে বাড়ছে সিগারেটের দাম?
advertisement
advertisement
advertisement
advertisement
যার জেরে দাম বাড়াচ্ছে সংস্থা গুলি। এর প্রভাব খুচরো বাজারেও পড়বে। ফলে ধূমপায়ীদের খরচ বাড়ছে। প্রসঙ্গত, শুধুমাত্র সিগারেটের উপর শুল্ক নয়, একইসঙ্গে শুল্ক বাড়ছে অন্য একাধিক জিনিসেও। কর বৃদ্ধি পেয়েছে আমদানি করা নানা যন্ত্রাংশের। একইসঙ্গে কিচেন চিমনি ও ইমিটেশন জুয়েলারির উপরও শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্র।