Bangladeshi medicines in Bengal: বাংলায় কীভাবে এলো বাংলাদেশের ওষুধ? রহস্য কাটিয়ে ব্যাখ্যা দিল স্বাস্থ্য দফতর

Last Updated:

সরকারি হাসপাতাল থেকে বাংলাদেশের ওষুধ দেওয়া হচ্ছে, এই খবরে মঙ্গলবার শোরগোল পড়ে কাঁথিতে (Bangladeshi medicines in Bengal)৷

বাংলাদেশের সেই ওষুধ৷
বাংলাদেশের সেই ওষুধ৷
#কলকাতা: কাঁথি মহকুমা হাসপাতাল থেকে রোগীদের দেওয়া বাংলাদেশের ওষুধের রহস্যভেদ হল৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই ওষুধ বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে দান করা হয়েছিল৷ সেই ওষুধই কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছিল৷ কলকাতার সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ঘুরে সেই ওষুধই পৌঁছেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালেও৷
সরকারি হাসপাতাল থেকে বাংলাদেশের ওষুধ দেওয়া হচ্ছে, এই খবরে মঙ্গলবার শোরগোল পড়ে কাঁথিতে৷ ডক্সিসাইক্লিইন নামে ওই অ্যান্টিবায়োটিক ওষুধটির রাংতার গায়ে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশের সম্পদের মতো বিভিন্ন লেখা ছিল৷ পাশাপাশি সেফ্রাডিন নামে বাংলাদেশে তৈরি আরও একটি ওষুধও রোগীদের দেওয়া হচ্ছিল রাজ্যের হাসপাতালে বাংলাদেশের ওষুধ কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷
advertisement
advertisement
হাসপাতালের সুপারও এ বিষয়ে কিছু বলতে পারেননি৷ তিনি জানিয়েছিলেন, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফেই এই ওষুধ সরবরাহ করা হয়৷ বাংলাদেশের ওষুধ কোথা থেকে এলো, তা নিয়ে তদন্তের দাবি জানান তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও৷ খোঁজখবর শুরু করে স্বাস্থ্য দফতরও৷
advertisement
এ দিনই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের দেওয়া ওই ওষুধ কেন্দ্রের হাত ঘুরে এসে পৌঁছয় কলকাতার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে৷ সেখান থেকেই নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দুই চব্বিশ পরগণার বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই ওষুধ পাঠানো হয়৷ সেই ওষুধই কাঁথি মহকুমা হাসপাতাল থেকে রোগীদের দেওয়া হয়েছে৷ এর মধ্যে বিতর্কের কিছু নেই বলে দাবি রাজ্য স্বাস্থ্য দফতরের৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangladeshi medicines in Bengal: বাংলায় কীভাবে এলো বাংলাদেশের ওষুধ? রহস্য কাটিয়ে ব্যাখ্যা দিল স্বাস্থ্য দফতর
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement