Bangladesh Medicine|| বাংলাদেশের সরকারি ওষুধ রাজ্যের সরকারি হাসপাতালে! হইচই কাঁথি শহর জুড়ে...

Last Updated:

Bangladesh Medicine: রাজ্যের সরকারি হাসপাতাল থেকে বাংলাদেশের ওষুধ বন্টনকে ঘিরে শুরু হয়েছে জোর শোরগোল। পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালের ঘটনা। যে ওষুধ বিলি করা হচ্ছে তার গায়ে লেখা রয়েছে বাংলাদেশের সম্পদ-সহ বিভিন্ন লেখা।

Rx মার্ক: এই ওষুধগুলিও ডাক্তারের পরামর্শের পরেই খাওয়া উচিত তবে এগুলো সাধারণ ওষুধ।
Rx মার্ক: এই ওষুধগুলিও ডাক্তারের পরামর্শের পরেই খাওয়া উচিত তবে এগুলো সাধারণ ওষুধ।
#কাঁথি: এ বার রাজ্যের সরকারি হাসপাতাল থেকে বাংলাদেশের ওষুধ বন্টনকে ঘিরে শুরু হয়েছে জোর শোরগোল। পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালের ঘটনা। যে ওষুধ বিলি করা হচ্ছে তার গায়ে লেখা রয়েছে বাংলাদেশের সম্পদ-সহ বিভিন্ন লেখা। ওষুধ কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোর ওষুধ কাউন্টার থেকে থেকেই রোগীদের দেওয়া হচ্ছে। যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
জানা গিয়েছে, সরকারিভাবে যদি ওষুধ কেনা হয় তাহলে বাংলাদেশের এই ধরনের লেখা ওষুধের গায়ে থাকবে না। যদিও কাঁথি মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন বিষয়টি তাঁর অজানা। সরকারিভাবে সরবরাহ করা হয়েছে ওষুধ। সেই ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। সরকারিভাবে এই ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে কিনা সে বিষয়ে কেউই স্পষ্ট করে বলতে পারছেন না।
advertisement
আরও পড়ুন: মেট্রোর উদ্যোগে ইতিহাসে ঠাসা হেরিটেজ গ্যালারি, কোন স্টেশনে হচ্ছে জানেন?
ডক্সিসাইক্লিইন নামক একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে রোগীদের। আরও বেশ কয়েকটি গ্রুপের ওষুধ রয়েছে বলে অভিযোগ। তবে বাংলাদেশের আবহাওয়ার এই ওষুধ বাংলার এই সব এলাকার মানুষজনদের দিলে কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া হবে কিনা সে বিষয়েও বলতে পারছেন না হাসপাতাল সুপার রজত পাল। সংসদ তথা কাঁথি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান দিব্যেন্দু অধিকারি বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি স্বাস্থ্য দফতরের সচিবকে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখছেন। তিনি আরও বলেছেন, একই গ্রুপের ওষুধ বাংলার বিভিন্ন ওষুধ দোকানে পাওয়া যাচ্ছে, তাহলে এইসব বাংলাদেশি ওষুধ কেন।
advertisement
advertisement
Sujit Bhoumik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh Medicine|| বাংলাদেশের সরকারি ওষুধ রাজ্যের সরকারি হাসপাতালে! হইচই কাঁথি শহর জুড়ে...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement