App Cab Fare : ইচ্ছেমতো ভাড়ায় লাগাম, রাজ্যে এবার অ্যাপ ক্যাবের ভাড়া বেঁধে দিল সরকার

Last Updated:

App Cab: এবার অ্যাপ ক্যাবগুলির ভাড়ার নিয়ন্ত্রণ নিল রাজ্য সরকার।

#কলকাতা: ক্যাব সংস্থা‌গুলোর ইচ্ছা মতো ভাড়া বাড়িয়ে চলেছে। করোনা অতিমারীর সময় অ্যাপ ক্যাবগুলি ঘুরপথে সারচার্জ বাড়িয়ে দিয়েছিল। একের পর এক এমনই অভিযোগ আসত। কয়েক মাস আগেই জানা গিয়েছিল, অ্যাপ ক্যাব সংস্থাগুলির এই ভাড়া বাড়ানোয় লাগাম টানার পরিকল্পনা করছে রাজ্য। এবার অ্যাপ ক্যাবগুলির ভাড়ার নিয়ন্ত্রণ নিল রাজ্য সরকার।
রাজ্যে অ্যাপ ক্যাব-এর ভাড়া বেঁধে দিল সরকার।  সর্বাধিক বেস ফেয়ার ৫৬.২৫ টাকা। সর্বাধিক প্রতি কিমি ২৮ টাকা নেওয়া যাবে। ড্রাইভার যেখান থেকে যাত্রীকে গাড়িতে নেবে সেখান থেকেই শুরু হবে ভাড়া। সেটা ৩ কিমি মধ্যে হলে তার চার্জ দিতে হবে। ক্যানসেল করলে ১০% দিতে হবে।
আরও পড়ুন- আগামী ৫ দিনের মধ্যেই আবহাওয়ার বিপুল বদল, কোথায় কোথায় বৃষ্টি? জানুন আপডেট
জানা গিয়েছে, রাজ্যেই থাকবে ডেটা সার্ভার। রাজ্য সরকার সেই ডেটা যে কোনও সময় দেখতে পাবে। ডেটা কমপক্ষে ৩ মাস, সর্বাধিক ২ বছর থাকবে।
advertisement
advertisement
গাড়িতে ভেহিক্যালস ট্র‍্যাকিং সিস্টেম এবার থেকে বাধ্যতামূলক। চালকদের ৫ লক্ষ টাকা হেলথ ইনস্যুরেন্স করতে হবে। চালকদের লাইসেন্স দু'বছর থাকা বাধ্যতামূলক।
দেশে প্রথম বাংলার সরকার অ্যাপ ক্যাবের নিয়ন্ত্রণ নিল। বহুদিন ধরেই অ্যাপ ক্যাব সংস্থা ও তাদের ড্রাইভারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ছিল। কখনও ভাড়া বেশি  নেওয়া, কখনও আবার চালকের বিরুদ্ধে নানা অভিযোগ। ফলে কার্যত বাধ্য হয়েই রাজ্য সরকারকে এবার অ্যাপ ক্যাবের নিয়ন্ত্রণ নিতে হল।
advertisement
আরও পড়ুন- পুরভোটের ফলের পরই একটা ছোট্ট ট্যুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট! তাহলে কি...
করোনা মহামারীর সময় অ্যাপ ক্যাবগুলির লাগামছাড়া ভাড়া হাঁকত বলে অভিযোগ করেছিলেন অনেকে। অভিযোগ উঠেছিল, বাস, ট্রেন না চলায় অ্যাপ ক্যাবগুলি ১৮-২০ শতাংশ পর্যন্ত বেস ফেয়ার বাড়িয়ে দিয়েছিল। এমনকী করোনার অজুহাতে এসি পর্যন্ত চালানো হয়নি। অথচ ভাড়া দিতে হয়েছে আগের থেকে বেশি। এদিকে বিভিন্ন চালক সংগঠনগুলি দাবি করেছিল, আগের থেকে অনেকটাই কমিশন কমিয়ে দিয়েছে বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
App Cab Fare : ইচ্ছেমতো ভাড়ায় লাগাম, রাজ্যে এবার অ্যাপ ক্যাবের ভাড়া বেঁধে দিল সরকার
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement