West Bengal Weather Update: আগামী ৫ দিনের মধ্যেই আবহাওয়ার বিপুল বদল, কোথায় কোথায় বৃষ্টি? জানুন আপডেট
- Published by:Raima Chakraborty
Last Updated:
ফের রবি ও সোমবার এ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতে। (West Bengal Weather Update)
#কলকাতা: দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা (West Bengal Weather Update)। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রায় কোন পরিবর্তন নেই। তাপমাত্রা আগামী চার পাঁচ দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। (West Bengal Weather Update)
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস। এটাও দিনের স্বাভাবিক তাপমাত্রা।বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি শহরে। (West Bengal Weather Update)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত ৫ দিন। তবে পূবালী হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। জেলার ক্ষেত্রে এখনো সকালে ও রাতে শীতের আমেজ কিছুটা থাকবে। বেলা বাড়লে উষ্ণতা ও বাড়বে। আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আরো তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা আপাতত কুড়ি থেকে ২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
advertisement
advertisement
আরও পড়ুন: 'জীবনের সবচেয়ে কঠিন কাজ', এবার ইউক্রেন থেকে পড়ুয়াদের দেশে ফেরালেন 'মসিহা' সোনু সুদ!
উত্তরবঙ্গে র পার্বত্য এলাকায় আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা। সিকিম সংলগ্ণ দার্জিলিং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংএ। বাকি জেলায় অবশ্য বৃষ্টির কোন সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া। শুক্রবার এর পর থেকে উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
advertisement
একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। যার অভিমুখ রয়েছে শ্রীলংকার দিকে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে শনিবার ৫ ই মার্চ।
আরও পড়ুন: উজ্জ্বল নীল ব্রালেট, জিন্সের বোতাম খোলা! ছকভাঙা সাজে মোহময়ী রিচা চাড্ডা
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় লাদাখ মুজাফফরাবাদ জম্মু-কাশ্মীর এবং হিমাচল উত্তরাখণ্ডে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থানের একাংশে। ফের রবি ও সোমবার এ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকালে। অন্ধ্র প্রদেশ উপকূলে ও বৃষ্টির সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল সহ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 03, 2022 4:23 PM IST