Latest Kolkata News|| পুলিশের গাড়ি দেখে দৌড়চ্ছিল এক যুবক! হাতেনাতে ধরতেই যা প্রকাশ্যে এল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Crime News: বৃহস্পতিবার রাতে এক দুষ্কৃতী লেকটাউনের দক্ষিনদারি এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময়ে টহলদারী পুলিশের সন্দেহ হয় তাকে দেখে। এরপরই পুলিশি জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়।
#লেকটাউন: দক্ষিণদারিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে এক দুষ্কৃতী লেকটাউনের দক্ষিনদারি এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময়ে টহলদারী পুলিশের সন্দেহ হয় তাকে দেখে। এরপরই পুলিশি জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম মমিন আলি। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। উদ্ধার হয়েছে এক রাউন্ড কার্তুজ। পুলিশ খতিয়ে দেখছে, ওই যুবক রাতেরবেলা আগ্নেয়াস্ত্র নিয়ে কেন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।
পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে এই দুষ্কৃতী মমিন আলি নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে রাজারহাট থানা এলাকার গোলসিয়াতে যখন পুলিশ ডিউটি করছিল, সেই সময়ে পুলিশের গাড়ি দেখে এক যুবককে পালাতে দেখে সন্দেহ হয়। এর পর তাকে ধাওয়া করে ধরা হয়।
advertisement
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যেই ঘনাবে দুর্যোগ! কোন কোন জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি? জানুন সর্বশেষ Updates...
তল্লাশিতে ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। কেন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল? কোথা থেকে পেল? খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।
advertisement
Anup Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2022 5:10 PM IST