*ফের বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। আজ শনিবার রাজ্যের ১২ জেলায় বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather Update)। ২৬ মার্চ শনিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলার আবহাওয়া। প্রতীকী ছবি।
*আগামিকাল অর্থাৎ ২৭ মার্চ রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলেও এইসব জেলাগুলিয় মেঘলা আকাশ। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে। প্রতীকী ছবি।
*আবহাওয়া (West Bengal Weather Update) দফতর সূত্রে খবর সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির (West Bengal Weather Forecast) সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে গরমও। প্রতীকী ছবি।