Paresh Adhikari: মেয়ের চাকরির পর এবার নিজে মন্ত্রিত্ব খোয়ালেন পরেশ অধিকারী, নতুন দায়িত্বে সত্যজিৎ বর্মণ

Last Updated:

উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মণ। (Paresh Adhikari)

Paresh Adhikari
Paresh Adhikari
#কলকাতা: রাজ্যে এসএসসিকাণ্ডে নাম জড়ানো শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মন্ত্রিত্ব গেল। বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদলে মেখলিগঞ্জের বিধায়ককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন সত্যজিৎ বর্মণ। উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মণ। (Paresh Adhikari)
হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে ছিলেন। সদ্য তাঁকে সেই পদ থেকে অপসারণ করেছে দল। আর তারপর থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু নতুন মন্ত্রীদের নাম ঘোষণা হওয়ার আগেই সত্যজিতের নামে ফেসবুকে পোস্টার করলেন তাঁর এক অনুগামী, যিনি আবার রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি। মন্ত্রিত্ব পাওয়ার আগে থেকেই শুভেচ্ছা জানানো শুরু হয়েছে সত্যজিৎ বর্মণকে। মানস কুমার ঘোষ নামে এক ব্যক্তি তাঁর নিজের ফেসবুক পেজে লিখেছেন, 'অগ্রিম শুভেচ্ছা প্রিয় ভাই সত্যজিৎ বর্মণকে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একজন গ্রামের সহজ সরল মাটির মানুষকে রাজ্য মন্ত্রিসভায় প্রতিনিধি করবার জন্য।'
advertisement
advertisement
আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সাড়ে দশ মাসেই বাংলার পূর্ণমন্ত্রী বাবুল সুপ্রিয়, গুরুদায়িত্ব দুই দফতরের
পরেশ অধিকারী বেআইনি ভাবে নিজের মেয়েকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন অভিযোগ৷ ইতিমধ্যেই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে অপসারণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ববিতা সরকার নামে একজনকে বঞ্চিত করে অঙ্কিতাকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ সেই ববিতা আদালতের নির্দেশে ইতিমধ্যেই অঙ্কিতার জায়গায় চাকরিতে যোগ দিয়েছেন৷ ববিতাকে ৪০ মাসের বেতনও ফেরত দিতে অঙ্কিতাকে নির্দেশ দিয়েছে আদালত৷
advertisement
এই নিয়ে সিবিআইয়ের জেরার মুখেও পড়তে হয়েছে পরেশ অধিকারীকে৷ তার পর থেকে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ বুধবার তাঁকে সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: মেয়ের চাকরির পর এবার নিজে মন্ত্রিত্ব খোয়ালেন পরেশ অধিকারী, নতুন দায়িত্বে সত্যজিৎ বর্মণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement