Babul Supriyo Minister: বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সাড়ে দশ মাসেই বাংলার পূর্ণমন্ত্রী বাবুল সুপ্রিয়, গুরুদায়িত্ব দুই দফতরের

Last Updated:

গত বছর ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদানের পর, মাত্র সাড়ে ১০ মাসে দলে বাবুলের এই উত্থান রীতিমতো চোখে পড়ার মতোই। (Babul Supriyo Minister)

Babul Supriyo Minister
Babul Supriyo Minister
#কলকাতা: মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়র জায়গা পাওয়া প্রত্যাশিতই ছিল। রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন তিনি। পেলেন গুরুত্বপূর্ণ দুই দফতরের দায়িত্ব। রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পর্যটন দফতরের পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। ধৃত তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল তথ্যপ্রযুক্তি দফতর, পর্যটনের দায়িত্বে ছিলেন ইন্দ্রনীল সেন। এবার এই দুই দফতরের দায়িত্বই পেলেন বিজেপি ছেড়ে সাড়ে দশ মাস আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। (Babul Supriyo Minister)
গত বছর ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদানের পর, মাত্র সাড়ে ১০ মাসে দলে বাবুলের এই উত্থান রীতিমতো চোখে পড়ার মতোই। এই মুহূর্তে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা হিসেবেই শুধুমাত্র গন্য হচ্ছেন না তিনি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্র হিসেবেও নাম উঠে আসছে বাবুলের। বুধবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নেত্রী ও অভিষেকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বাবুল সুপ্রিয়।
advertisement
আরও পড়ুন: এ অর্পিতা সে অর্পিতা নয়, ক্যাশ কুইনের কান্না দেখে কষ্ট পাচ্ছেন ছেলেবেলার বন্ধু! অজানা তথ্যে চাঞ্চল্য
বাবুলের কথায়স 'দিদি তো আছেনই। অভিষেক যে ভাবে পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, দলের অন্য বড় বড় নেতারাও যে ভাবে পাশে থেকেছেন... ধাপে ধাপে এগোতে সাহায্য করেছেন। ভগ্ন হৃহয় নিয়ে গত ৩ অগাস্ট রাত শেষ হয়েছিল। আজও ৩ অগাস্ট। আর কিছু বলব না। দিশা খুঁজে পেলাম, খুব ভাল লাগছে।' রাজনীতির প্রথম ইনিংসটা যেমন ঝোড়ো ব্যাটিং করেছিলেন বাবুল সুপ্রিয়, দ্বিতীয় ইনিংসেও সাফল্য পেতে বেশি দিন অবশ্য অপেক্ষা করতে হয়নি তাঁকে৷ আসানসোলের সাংসদ পদে ইস্তফা দিয়ে সবাইকে অবাক করেই তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ তার পর বালিগঞ্জ থেকে জিতে বিধায়কও হয়েছিলেন৷ আর এ দিন রাজভবনে রাজ্যের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল৷
advertisement
advertisement
আরও পড়ুন: সন্তানের ওজন বেশি? উচ্চ রক্তচাপের সমস্যা ছোট থেকেই ধরছে, জানুন
এ দিন রাজভবনে সপরিবারেই শপথ নিতে হাজির হয়েছিলেন বাবুল। তাঁর বড় মেয়েও উড়ে আসেন মুম্বই থেকে। সেখানে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও খোশ মেজাজেই দেখা যায় বাবুলকে। অথচ বিজেপি-তে থাকাকালীন এই ব্রাত্যর সঙ্গেই একাধিক বার বাদানুবাদে জড়িয়েছেন বাবুল। তবে পুরনো স্মৃতি আর ঘাঁটতে চান না বাবুল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo Minister: বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সাড়ে দশ মাসেই বাংলার পূর্ণমন্ত্রী বাবুল সুপ্রিয়, গুরুদায়িত্ব দুই দফতরের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement