West Bengal BJP: বঞ্চনা বনাম দুর্নীতি! লক্ষ্য ২৪, তৃণমূলের বিরুদ্ধে এবার পাল্টা পথে নামছে বঙ্গ বিজেপি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
চব্বিশে লোকসভা ভোট। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। একশো দিনের কাজের টাকা বন্ধ। আবাস যোজনার বরাদ্দ বন্ধ।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। ময়দানে তৃণমূল। এর পাল্টা দুর্নীতির অভিযোগে শান বিজেপির। পুজোর পরেই কোমর বেঁধে তারা প্রচারে ঝাঁপাতে চলেছে বলে বিজেপি সূত্রের খবর। বঙ্গ বিজেপি নেতৃত্ব মানুষকে বোঝানোর চেষ্টা করবে, কেন্দ্র হোক বা রাজ্যের প্রকল্প, সব জায়গাতেই দুর্নীতি করেছে তৃণমূল। আর দুর্নীতি করেছে বলেই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। চব্বিশে লোকসভা ভোট। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। একশো দিনের কাজের টাকা বন্ধ। আবাস যোজনার বরাদ্দ বন্ধ।
তৃণমূলের দাবি, ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে দিল্লির বিজেপি সরকার।’ এ নিয়ে দিল্লিতে ধরনা দিয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না হয়েছে রাজভবনের সামনেও। এবার পাল্টা পথে নামছে বিজেপি। বঞ্চনার অভিযোগের মোকাবিলায় তাদের হাতিয়ার দুর্নীতির অভিযোগ। গেরুয়া শিবির সূত্রের খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে, উৎসবের পর কোমর বেঁধে ময়দানে নামবে বঙ্গ বিজেপি।
advertisement
advertisement
প্রত্যেক বিধানসভা এলাকায় গিয়ে প্রচার করবে। বিভিন্ন জায়গায় হবে সভা।বিলি করা হবে প্রচারপত্র। বিজেপি বোঝানোর চেষ্টা করবে, কেন্দ্র এবং রাজ্যের প্রকল্পে দুর্নীতি করেছে তৃণমূল। রাজনৈতিক রং দেখে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন বলেই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই সুরেই প্রচার করবেন বঙ্গ বিজেপির নেতারা।
advertisement
রাজ্যের বিজেপি সাংসদ এবং বিধায়করা প্রচার করবেন। কেন্দ্রীয় মন্ত্রীদেরও বিধানসভা ভিত্তিক দায়িত্ব দেওয়া হবে। গত পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে জোরদার প্রচার চালায় তৃণমূল। ভোটে তারা এর ফলও পেয়েছে। এবার সামনে লোকসভা নির্বাচন। আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের সুর সপ্তমে। এর মোকাবিলায় এবার কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে বঙ্গ বিজেপিও। তারা চাইছে পাল্টা দুর্নীতির অস্ত্রে শান দিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 1:59 PM IST