Suvendu Adhikari: বিধানসভায় রাজ্য বাজেট; ‘আশা করব ভাল বাজেট হবে...’ না হলে কী পরিকল্পনা? হুঁশিয়ারির সুরে স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী 

Last Updated:

শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘প্রতিবাদ করতে গিয়ে যদি সাসপেন্ড হতে হয় তাহলে সরকার পক্ষ করতে পারে। মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের বের করে দিতে চাইলে তাও করতে পারেন। বিধায়কদের ভাতা বন্ধ করতে চাইলে করতে পারেন। থানায় অভিযোগ করতে চাইলেও করতে পারেন। আমরা এ ব্যাপারে চিন্তিত নই।’’            

বিধানসভায় রাজ্য বাজেট; ‘আশা করব ভাল বাজেট হবে...’ না হলে কী পরিকল্পনা? হুঁশিয়ারির সুরে স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী 
বিধানসভায় রাজ্য বাজেট; ‘আশা করব ভাল বাজেট হবে...’ না হলে কী পরিকল্পনা? হুঁশিয়ারির সুরে স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী 
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, বৃহস্পতিবার বেলা তিনটেয় বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। তবে রাজ্য বাজেট যদি জনমুখী না হয়, সাধারণ মানুষের না হয়, তাহলে যে বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষেই উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাবেন তা রাজ্য বাজেট পেশের আগেই এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘আমরা ভাল বাজেট আশা করব। আশা করব যেন কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করা হবে। আশা করবো আশা কর্মী থেকে অস্থায়ী কর্মী, সিভিক ভলান্টিয়ারস থেকে ভিলেজ পুলিশ, সরকারি পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সম কাজে সম বেতনের মাধ্যমে সকলের জন্য আর্থিক সুরক্ষা  ঘোষণা করা হবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে।’’
রাজ্য বাজেটে প্রত্যাশা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু এও বলেন, ‘‘আমরা আশা করব অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও রান্নার গ্যাস সাড়ে চারশো টাকায় পাব। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে কর রাজ্য সরকার নিচ্ছে সেটা নেবে না। তাহলে স্বাভাবিক ভাবেই পেট্রোপণ্যের দাম কমে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত শূন্য পদ পূরণের ঘোষণা করবেন। আমরা এও আশা করব ওড়িশা, বিহারের মতো সমস্ত পার্ট টাইম শিক্ষক অধ্যাপক থেকে অন্যান্য শিক্ষা কর্মীদের স্থায়ীকরণের ঘোষণা করা হবে এই রাজ্য বাজেটে। উত্তর প্রদেশের মত যারা পেনশন পান তাদেরও স্পেশ্যাল ইনসেনটিভ ঘোষণা করা হবে। জমিনীতি বদল করে শিল্প ও  বাণিজ্যমুখী বাজেট হবে। সিঙ্গুরের জমিতে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার রোড ম্যাপ চূড়ান্ত হবে।’’
advertisement
advertisement
আর যদি রাজ্য বাজেট পেশের পর দেখা যায় এসব না করে যদি অসংসদীয় কথাবার্তা, বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হয়, তাহলে বিজেপি যে সোচ্চার এবং উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাবে সেই হুঁশিয়ারিও দিয়ে রেখে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘প্রতিবাদ করতে গিয়ে যদি সাসপেন্ড হতে হয় তাহলে সরকার পক্ষ করতে পারে। মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের বের করে দিতে চাইলে তাও করতে পারেন। বিধায়কদের ভাতা বন্ধ করতে চাইলে করতে পারেন। থানায় অভিযোগ করতে চাইলেও করতে পারেন। আমরা এ ব্যাপারে চিন্তিত নই।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: বিধানসভায় রাজ্য বাজেট; ‘আশা করব ভাল বাজেট হবে...’ না হলে কী পরিকল্পনা? হুঁশিয়ারির সুরে স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement