#কলকাতা: ক্রমাগত বদলে যাচ্ছে কলকাতার আবহাওয়া ৷ গরম বাড়ছে রোজ ৷ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তাপমাত্রাও কোনও হেরফের নেই৷ গতকাল বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিললেও শুক্রবার সকাল থেকেই ফের অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী ৷ আজ শুক্রবারও সারাদিন অস্বস্তিকর গরম অনুভূত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী ক’দিনে গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ আর্দ্রতা বেশি থাকায় এখনই কমবে না অস্বস্তি ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ৷ বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে ২ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ৷ অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে ৷ ঝাড়খন্ডে বজ্রগর্ভ মেঘের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ৷ আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৬ ডিগ্রির কাছাকাছি ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রির কাছাকাছি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ অতিরিক্ত গরমে দিনের বেলায় রাস্তায় না বেরোনোরই এখন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷ আর কাজের জন্য বেরোলো প্রয়োজনীয় সব রকম সতর্কতা নিয়েই বাড়ি থেকে বেরোন ৷ মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা বা ছাতা নিয়ে বেরোনোটাই প্রচণ্ড গরমে শরীর ঠিক রাখতে দরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Heat Wave, Humidity, Rainfall, Weather Forecast, Weather Updates